Child Heart Attack: শিশুদের হার্ট অ্যাটাক হয়!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 05, 2023 | 3:28 PM

চার বছরের ছোট্ট ছেলে। তার হার্ট অ্যাটাক। নিস্তেজ হয়ে পড়ছিল ছেলে। শিশুর মা লক্ষ্মী দাশ বলেন, যে অবস্থায় এখানে ছেলেকে নিয়ে আসি না দেখলে বিশ্বাস করবেন। বাক্য শিশুর হার্ট অ্যাটাক। জটিল চিকিৎসা। জীবন বাঁচলেও জীবন্মৃত অবস্থা।

চার বছরের ছোট্ট ছেলে। তার হার্ট অ্যাটাক। নিস্তেজ হয়ে পড়ছিল ছেলে। শিশুর মা লক্ষ্মী দাশ বলেন, যে অবস্থায় এখানে ছেলেকে নিয়ে আসি না দেখলে বিশ্বাস করবেন। বাক্য শিশুর হার্ট অ্যাটাক। জটিল চিকিৎসা। জীবন বাঁচলেও জীবন্মৃত অবস্থা। সেই চঞ্চল ছটফটে বাচ্চা যদি কিছু না করতেএখন অল্প কথা বলতে পারছে। হাত ধরে ধরে হাঁটতে পারছে। খুশিতে ঝলমল করছে। এতদিনের সম্পর্ক। চিকিৎসকদের কাছাকাছি পৌঁছে গেছে সে। তাই হাসপাতাল থেকে ছুটি পেয়েও মনকেমন করছে। হাত ধরে চলছে। একা চলতে এখনও লাগবে সময়। অক্সিজেন পৌঁছচ্ছিল না মাথায়। আর কিছু দেরি হলেই যে কোনও বিপদ হতে পারত।