Basirhat News: খেলার মাঠে পঞ্চায়েতের রাস্তা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 03, 2023 | 9:44 PM

ফিরিয়ে দিতে হবে বাচ্চাদের খেলার মাঠ। নয়তো আন্দোলনের পথে যেতে বাধ্য হবে গ্রামের মানুষ। এমনই হুশিয়ারি দিলেন বসিরহাটের বসিরহাট ১নং ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ গোটরা গ্রাম পঞ্চায়েতের ১০৯নং বুথের পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় কর্মকার গ্রামের রাস্তা তৈরি করছেন ক্লাবের মাঠের উপর দিয়ে। যে মাঠে প্রতিদিন এলাকার বাচ্চারা বিভিন্ন রকম খেলাধুলা করে।

ফিরিয়ে দিতে হবে বাচ্চাদের খেলার মাঠ। নয়তো আন্দোলনের পথে যেতে বাধ্য হবে গ্রামের মানুষ। এমনই হুশিয়ারি দিলেন বসিরহাটের বসিরহাট ১নং ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ গোটরা গ্রাম পঞ্চায়েতের ১০৯নং বুথের পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় কর্মকার গ্রামের রাস্তা তৈরি করছেন ক্লাবের মাঠের উপর দিয়ে। যে মাঠে প্রতিদিন এলাকার বাচ্চারা বিভিন্ন রকম খেলাধুলা করে।

পাশাপাশি একাধিক পুজো ও সামাজিক অনুষ্ঠান ওই মাঠের উপরেই করেন গ্রামবাসীরা। পঞ্চায়েতের এই রাস্তা ঘিরে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। রাতেই বৃষ্টির মধ‍্যে তারা বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, মূল রাস্তায় সংস্কার না করে ওই পঞ্চায়েত সদস্য পরিকল্পনা করে নিজের বাড়ি যাওয়ার পথটিকে পাকা করতে মাঠের উপর দিয়েই এই রাস্তা তৈরি করছেন। তারা চাইছেন দ্রুত তাদের মাঠ ফিরিয়ে দেওয়া হোক। নয়তো তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। যদিও এ বিষয়ে গোটরা গ্রাম পঞ্চায়েতের সদস্য মৃত্যুঞ্জয় কর্মকারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।