The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’: রাজ্যে নিষিদ্ধ হওয়ার পর আর কী-কী হল?
The Kerala Story: ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন বাংলার ছেলে বিশাখজ্যোতি মজুমদার। আচমকা নিষিদ্ধ ঘোষণা হওয়ায় তিনি মর্মাহত।
‘দ্য কেরালা স্টোরি’: রাজ্যে নিষিদ্ধ হওয়ার পর আর কী-কী হল?
সোমবার, ৮ মে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন রাজ্যে বন্ধ করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আলোচনার কেন্দ্রে আপাতত যে সব বিষয়:
১. বিতর্ক পৌঁছল শীর্ষ আদালতে
‘দ্য কেরালা স্টোরি’র বিরুদ্ধে মামলা হলেও কেরল হাইকোর্ট ছবির মুক্তিতে স্থগিতাদেশ দেয়নি। এবার সেই সিনেমা নিয়ে কেরল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা পৌঁছল দেশের শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চে হবে সেই আবেদনের শুনানি। মামলাকারীর তরফে আইনজীবী কপিল সিব্বল জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন।
২. মুখ খুললেন সুদীপ্ত
বাংলায় ছবি নিষিদ্ধ হওয়ার পর মুখ খুলেছেন ছবির পরিচালক সুদীপ্ত সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর বক্তব্য, “দিদি ছবিটি না দেখে কী করে এহেন সিদ্ধান্ত নিতে পারেন? যখন ‘পদ্মাবত’ নিষিদ্ধ করা হয়, তখন তিনিই মুখ খুলেছিলেন। আমার মনে হয় যা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি তাঁকে ছবিটি দেখার অনুরোধ জানাচ্ছি।”
৩. করমুক্ত করলেন যোগী
সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই ছবিকে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই ঘোষণার পর মঙ্গলবার যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে এই ছবিকে সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে হিন্দিতে টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানান, রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হবে।
৪. মমতাকে চিঠি
‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রসঙ্গে করা মন্তব্যের প্রেক্ষিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই দুই সিনেমা সম্পর্কে করা অভিযোগ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বিতর্কিত পরিচালক।
৫. বাংলায় কত আয়?
নিষিদ্ধ ঘোষিত হওয়ার আগে সোম থেকে শুক্রবার, তিন দিন ধরে কেমন ব্যবসা করছিল ছবিটি? বাংলার ক’টা হলে মুক্তি পেয়েছিল? TV9 Bangla কথা বলেছিল শহর ও শহরতলির বেশ কিছু হল মালিকের সঙ্গে। কী উঠে এল? জানা গেল ‘অজন্তা’, ‘জয়া’-সহ হলগুলিতে বেশ ভালই ব্যবসা হয়েছে এই ছবির—তিন দিনে প্রায় দেড় লক্ষ টাকা।
৬. মিলল হুমকি
রাজ্য থেকে দেশের রাজনৈতিক জগৎ এবং সিনেমামহল যখন তোলপাড় এই ছবি নিয়ে ঠিক তখনই বিস্ফোরক অভিযোগ করলেন ছবির পরিচালক সুদীপ্ত সেন। মুম্বই পুলিশকে তিনি জানিয়েছেন, ছবির সঙ্গে যুক্ত এক সদস্যের কাছে গিয়েছে হুমকি-মেসেজ। তাতে বলা হয়েছে, একলা বাড়ি থেকে না বের হতে।
৭. সিনেপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তোলপাড় গোটা দেশ। পক্ষে-বিপক্ষে যুক্তি সামনে রেখে নির্দেশের ময়নাতদন্ত জারি সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক মহল থেকে শুরু করে সিনেবিশেষজ্ঞ, সকলেই যে যাঁর মতামত সামনে রাখছেন। কারও মনে শান্তি বজায় রাখতে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই শ্রেয়। আবার কারও প্রশ্ন, এত ভয় কীসের?
৮. ভাঙচুর সিনেমা হলে
কমপক্ষে চল্লিশ জনের টিকিট বুক হয়েছিল। সেই মতো সিনেমা হলেও চলে এসেছিলেন একদল দর্শক। তবে ‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে রাতারাতি নিষিদ্ধ হওয়ায় বেলঘরিয়ার ‘রূপমন্দির’ সিনেমা হলে মঙ্গলবার বন্ধ করা হল সেই ছবির প্রদর্শন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আগত দর্শকরা। প্রশ্ন তোলেন, এই ছবি নিষিদ্ধ করার যৌক্তিকতা নিয়ে। পাশাপাশি, টিকিটের টাকা ফেরতের দাবিতে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি সামলাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় দর্শকদের।
৯. মন খারাপ সঙ্গীত পরিচালকের
ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন বাংলার ছেলে বিশাখজ্যোতি মজুমদার। আচমকা নিষিদ্ধ ঘোষণা হওয়ায় তিনি মর্মাহত। TV9 বাংলা ডিজিটালকে তিনি বলেছেন, “বাংলার মানুষ ঠিক করুক তাঁরা ছবিটি দেখবেন কি না। এতদিন ধরে কাজ করছি, বাংলার কেউ যোগাযোগ করেননি। এই ছবিটির পর তো আরওই করবেন না।”