Paschimbangal Divas: পুলিশ vs বিজেপি! পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে ধুন্ধুমার
পশ্চিমবঙ্গ দিবস ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুক্রবার দুপুরে বিজেপির বিশেষ কর্মসূচিকে কেন্দ্র করে দেখা গেল ধস্তাধস্তি, বাধা এবং উত্তেজনার ছবি। অভিযোগ, এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্মসূচিতে যোগ দিতে গেলে তাঁকে ঘিরে ধরেন পুলিশকর্মীরা। বাইক চেপে এগোতে চাইলে, মহিলা পুলিশ কর্মীরা রীতিমতো বাইক আটকে দেন। এই ঘটনার ছবি ক্যামেরায় ধরা পড়তেই নতুন করে বিতর্ক দানা বাঁধে।
পশ্চিমবঙ্গ দিবস ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুক্রবার দুপুরে বিজেপির বিশেষ কর্মসূচিকে কেন্দ্র করে দেখা গেল ধস্তাধস্তি, বাধা এবং উত্তেজনার ছবি। অভিযোগ, এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্মসূচিতে যোগ দিতে গেলে তাঁকে ঘিরে ধরেন পুলিশকর্মীরা। বাইক চেপে এগোতে চাইলে, মহিলা পুলিশ কর্মীরা রীতিমতো বাইক আটকে দেন। এই ঘটনার ছবি ক্যামেরায় ধরা পড়তেই নতুন করে বিতর্ক দানা বাঁধে।
বিজেপির দাবি, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে পুলিশকে ব্যবহার করে বিরোধী দলের কণ্ঠরোধ করতে চাইছে।ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ টানাপোড়েন চললেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিজেপি জানিয়ে দিয়েছে, এমন বাধা দিয়েও তাঁদের কর্মসূচি থামানো যাবে না। বরং এর প্রতিবাদে রাজ্যজুড়ে আরও আন্দোলনের পথে হাঁটবে গেরুয়া শিবির।