Bankura: পথশ্রী প্রকল্পে ব্যাপক সংঘর্ষ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 17, 2023 | 8:58 PM

পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিবাদ আর সেই বিবাদই চেহারা নিল সংঘর্ষের। সংঘর্ষে জখম হয়েছেন দুপক্ষের কমপক্ষে আট জন। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর থানার অদ্বৈতবাটি গ্রামের। সংঘর্ষে জখম বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় গোগড়া হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে নির্বাচন মিটতেই বাঁকুড়ার কোতুলপুর থানার অদ্বৈতবাটি গ্রামে পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়।

পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিবাদ আর সেই বিবাদই চেহারা নিল সংঘর্ষের। সংঘর্ষে জখম হয়েছেন দুপক্ষের কমপক্ষে আট জন। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর থানার অদ্বৈতবাটি গ্রামের। সংঘর্ষে জখম বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় গোগড়া হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে নির্বাচন মিটতেই বাঁকুড়ার কোতুলপুর থানার অদ্বৈতবাটি গ্রামে পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণকারী ঠিকাদার সংস্থা রাস্তা ঢালাই এর জন্য রাস্তার উপর প্লাস্টিক সিট বিছিয়ে দেয়। সেই প্লাস্টিক সিট কেউ বা কারা উঠিয়ে নিয়ে চলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় গ্রামের দুটি পরিবার। অভিযোগ সেই বিবাদ কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষের চেহারা নেয়। লাঠি সোঁটা, শাবল নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর আক্রমণ করে। সংঘর্ষে জখম হন দুপক্ষের কমপক্ষে আট জন। এর মধ্যে কয়েকজন মহিলাও রয়েছে। আহতদের কয়েকজনের আঘাত গুরুতর থাকায় তাদের স্থানীয় গোগড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুপক্ষই কোতুলপুর থানার দ্বারস্থ হয়েছে। দুপক্ষই একে অপর পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।