Dengue: “বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গি আক্রান্ত হবে”
ম্যালেরিয়া, ডেঙ্গি চিকুনগুনিয়া বাড়ছে ইউরোপ ও আমেরিকায়। এসবই জলবায়ু পরিবর্তনের প্রভাব। বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO । দ্রুত নগরায়ন, জলবায়ু পরিবর্তন ও বন ধ্বংসের ফলে উষ্ণতার তারতম্য হচ্ছে। তাতেই প্রকোপ বাড়ছে মশা বাহিত রোগের।
ম্যালেরিয়া, ডেঙ্গি চিকুনগুনিয়া বাড়ছে ইউরোপ ও আমেরিকায়। এসবই জলবায়ু পরিবর্তনের প্রভাব। বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO । দ্রুত নগরায়ন, জলবায়ু পরিবর্তন ও বন ধ্বংসের ফলে উষ্ণতার তারতম্য হচ্ছে। তাতেই প্রকোপ বাড়ছে মশা বাহিত রোগের। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। গত কয়েক দশকে হুহু করে বেড়েছে মশক বাহিত রোগ।
WHO বলছে ২০০০এ মশাবাহিত রোগাক্রন্তের সংখ্যা ছিল ৫ লাখ। ২০১৯ এ মশাবাহিত রোগাক্রন্তের সংখ্যা ৫০ লক্ষ ২০ হাজার। কোভিডের পর এই সংখ্যা আরও বেড়েছে। হুয়ের মতে এমন চললে অর্ধেক বিশ্ববাসী আগামী দিনে ডেঙ্গি আক্রান্ত হবে। অন্তত ১০ ঠেকে ৪০ কোটি মানুষ ডেঙ্গি আক্রান্ত হবে।
মশার মাধ্যমে ছড়াবে সাধারণ মামুলি ইনফেকশনও। ডেঙ্গির কবলে পরতে পারে ১২৯টি দেশ। ১০০র ও বেশি দেশে মহামারি হবে ডেঙ্গি। ইতিমধ্যে পেরু, বলিভিয়া আর প্যারাগুয়ে ডেঙ্গির কবলে। জলবায়ু পরিবর্তনে উষ্ণতার সঙ্গে বাড়ছে আর্দ্রতা। ফলে মশার অনুকূল হচ্ছে পরিস্থিতি। গবেষকরা বলছেন শুষ্ক আবহাওয়ায় মশা তৃষ্ণার্ত হয়। ডিহাইড্রেশন মেটাতে মশা রক্তপান করতে বেশি কামড়ায়।