এবার কোচবিহারে মমতা, কী বার্তা দেবেন?
২ দিন আগেই কোচবিহারের চ্যাংরাবান্ধায় সভা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিএমের 'বাংলা বাঁচাও যাত্রা' শুরু হয়েছে এই জেলা থেকে। এবার কোচবিহারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ ডিসেম্বর কোচবিহারে আসছেন তিনি। রাসমেলা ময়দানে একটি সভায় যোগ দেবেন। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক মুখ্যমন্ত্রীর সফরের কথা জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমোর সভাকে সফল করতে একাধিক কর্মসূচি নিয়েছেন জেলা নেতৃত্ব। কোচবিহারে সভার আগে চলতি সপ্তাহেই মালদহ ও মুর্শিদাবাদে যাচ্ছেন মমতা। এই দুই জেলায় সভা করবেন। আর মাস পাঁচেক পর রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বিশেষ নজর দিয়েছে রাজনৈতিক দলগুলি। এখন দেখার, মুখ্যমন্ত্রী এই তিন জেলা থেকে কী কী বার্তা দেন।
২ দিন আগেই কোচবিহারের চ্যাংরাবান্ধায় সভা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’ শুরু হয়েছে এই জেলা থেকে। এবার কোচবিহারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ ডিসেম্বর কোচবিহারে আসছেন তিনি। রাসমেলা ময়দানে একটি সভায় যোগ দেবেন। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক মুখ্যমন্ত্রীর সফরের কথা জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমোর সভাকে সফল করতে একাধিক কর্মসূচি নিয়েছেন জেলা নেতৃত্ব। কোচবিহারে সভার আগে চলতি সপ্তাহেই মালদহ ও মুর্শিদাবাদে যাচ্ছেন মমতা। এই দুই জেলায় সভা করবেন। আর মাস পাঁচেক পর রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বিশেষ নজর দিয়েছে রাজনৈতিক দলগুলি। এখন দেখার, মুখ্যমন্ত্রী এই তিন জেলা থেকে কী কী বার্তা দেন।
