তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
Bangladesh: বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই ভয়ঙ্কর ঘটনা। ঢাকায় ককটেল বোমার বিস্ফোরণ। বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ ঢাকার নিউ ইস্কাটনে অবস্থিত একটি গির্জা সংলগ্ন এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে।
বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই ভয়ঙ্কর ঘটনা। ঢাকায় ককটেল বোমার বিস্ফোরণ। বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ ঢাকার নিউ ইস্কাটনে অবস্থিত একটি গির্জা সংলগ্ন এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে। ফ্লাইওভার থেকে পরপর ছোঁড়া হল বোমা। ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক যুবকের। নিহত যুবকের নাম সিয়াম। তিনি ওই এলাকাতেই চা খেতে গিয়েছিলেন। উড়ালপুলের উপর থেকে তাঁর মাথায় সরাসরি বোমাটি এসে পড়ে। তারপর ঘটনাস্থলেই মৃত্যু হয়।