Coconut Milk Benefit: বয়স কমাবে এই দুধ!
বয়স কমাবে এই দুধ! নারকেলের দুধের উপকারিতা হাজার। এই দুধের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুন অনেক সমস্যা সারায়। ভিটামিন বি কমপ্লেক্স, সি ও ইয়ের ভাণ্ডার নারকেল দুধ। এই দুধে আছে আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম,সেলেনিয়াম, ও ফসফরাস। ন্যাচারাল ক্লিনজার নারকেল দুধ। রোজকার ময়লা, ধুলো আর মেক আপ পরিষ্কার করতে কার্যকর নারকেল দুধ. ব্রণর সমস্যা থাকলেও ব্যবহার করুন কোকোনাট মিল্ক। নারকেল দুধে চন্দন ও কেশর মিশিয়ে মুখে লাগালে ত্বকের জেল্লা বাড়ে। সান ট্যান দূর করতে মধু ও নারকেল দুধের মিশ্রণ ভাল কাজ দেয়। বার্ধক্যের বলিরেখাও দূর করে নারকেল দুধ ও মধুর মিশ্রণ। নারকেল কুরে কোরা নারকেল থেকে বার করা যায় দুধ। নারকেল বেটেও পাওয়া যায় কোকোনাট মিল্ক।
নারকেলের দুধের উপকারিতা হাজার। এই দুধের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুন অনেক সমস্যা সারায়। ভিটামিন বি কমপ্লেক্স, সি ও ইয়ের ভাণ্ডার নারকেল দুধ। এই দুধে আছে আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম,সেলেনিয়াম, ও ফসফরাস। ন্যাচারাল ক্লিনজার নারকেল দুধ। ময়লা, ধুলো আর মেক আপ পরিষ্কার করতে কার্যকর নারকেল দুধ। ব্রণর সমস্যা থাকলেও ব্যবহার করুন কোকোনাট মিল্ক। নারকেল দুধে চন্দন ও কেশর মিশিয়ে মুখে লাগালে ত্বকের জেল্লা বাড়ে। সান ট্যান দূর করতে মধু ও নারকেল দুধের মিশ্রণ ভাল কাজ দেয়। বার্ধক্যের বলিরেখাও দূর করে নারকেল দুধ ও মধুর মিশ্রণ। নারকেল কুরে কোরা নারকেল থেকে বার করা যায় দুধ। বেটেও পাওয়া যায় কোকোনাট মিল্ক।
Latest Videos