Darjeeling Coffee House: পাহাড়ে কফি হাউসে চপ, ঝালমুড়ি! উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: সৌরভ পাল

Jul 13, 2022 | 4:31 PM

পাহাড়ের কফি হাউসে পাওয়া যাবে চপ, ঝালমুড়ি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল খাবারও।

কলকাতা: দার্জিলিং যাচ্ছেন? গরম কফি কাপে চুমুক দিতে দিতে পাহাড় উপভভোগ করতে চান? তাহলে আপনার ঘোরার তালিকায় যোগ করে নিন নতুন গন্তব্য, কফি হাউস।

মাস তিনেক আগে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন একটি হোটেলে চা খেতে খেতে সফরসঙ্গী শিল্পোদ্যোগী সত্যম রায়চৌধুরীর কাছে কলকাতার ধাঁচে দার্জিলিয়েও কফি হাউস তৈরির প্রস্তাব রাখেন তিনি। এরপরই রাজভবনের পাশেই ‘দ্য রিট্রিট’-এ বানানো হয় কফি হাউসটি। মঙ্গলবার হল শুভ উদ্বোধন। ১২ জুলাই জিটিএ শপথগ্রহণ অনুষ্ঠানের পর কফি হাউসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

পাহাড়ের কফি হাউসে পাওয়া যাবে চপ, ঝালমুড়ি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল খাবারও। সত্যম রায়চৌধুরি বলেন, “কলকাতার নস্টালজিয়ার ছোঁয়া রয়েছে এই কফি হাউসে। দার্জিলিয়ের ঐতিহ্য তুলে ধরা হয়েছে এখানে। রয়েছে টয়ট্রেনের রেপ্লিকাও।”

Published on: Jul 13, 2022 04:21 PM