Coffee With Karan: কার কাঁধে উঠে ভাইজানের সাফল্য?

| Edited By: Tapasi Dutta

Nov 18, 2023 | 6:43 PM

Coffee With Karan: কফি উইথ করণে ববি ও সানির দেওলের পর্বের প্রোমোতে উঠে এল মজার কাহিনি। কফি উইথ করণ শোয়ের প্রথম পর্বের পর এবার চর্চায় পরের পর্ব। এই পর্বের প্রোমো সদ্য মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কফি উইথ করণে ববি ও সানির দেওলের পর্বের প্রোমোতে উঠে এল মজার কাহিনি। কফি উইথ করণ শোয়ের প্রথম পর্বের পর এবার চর্চায় পরের পর্ব। এই পর্বের প্রোমো সদ্য মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

করণ জোহরের অতিথি ববি দেওল ও সানি দেওল। দুই ভাইয়ের উপস্থিতি সবাইকে তাক লাগিয়ে দেয়। প্রোমোতে সানি দেওলের বক্স অফিস কালেকশন নিয়ে কথা হতে দেখা যায়। ববির কেরিয়ার নিয়েও আলোচনা হয়। ববি দেওল কথা প্রসঙ্গে সলমন খানের সঙ্গে তাঁর এক মজার স্মৃতি বলেন। একবার সলমন খান নাকি তাঁকে বলেন, তিনি সানি দেওলের পিঠে উঠে সফল হন। ববি দেওল তাঁকে সলমনের পিঠে উঠতে দেওয়ার অনুরোধ করেন। প্রোমোতে দেখা যায়, দুই ভাইয়ের মধ্যে মজার আড্ডা জমে উঠেছে। কখনও বলিউডের অন্দরমহলের সমীকরণ নিয়ে আড্ডা জমে। প্রোমো দেখে নেটিজেনরা খুশি। অনেক করণকে জানালেন ধন্যবাদ। কেউ আবার অতিথি বাছাইয়ের প্রশংসা করলেন।