Shah Rukh Khan: ‘শাহরুখের মেয়ে জোটে না কারণ করন’

| Edited By: Tapasi Dutta

Sep 30, 2023 | 6:42 PM

সেলিব্রেটিদের নিয়ে গসিপের অন্ত নেই। বলিউড যেন গসিপের কুরুক্ষেত্র। একবার একটি বেফাঁস মন্তব্যে শাহরুখ খান ও যুবরাজ সিংয়ের মধ্যে বেঁধে যায় নারদ নারদ। 'আপ কি আদালত' টক শোয়ের সঞ্চালক যুবরাজ কে বলেন। শাহরুখ খান মন্তব্য করেছেন 'যুবরাজ সিংয়ের ওপরে মেয়েরা ফিদা'।

সেলিব্রেটিদের নিয়ে গসিপের অন্ত নেই। বলিউড যেন গসিপের কুরুক্ষেত্র। একবার একটি বেফাঁস মন্তব্যে শাহরুখ খান ও যুবরাজ সিংয়ের মধ্যে বেঁধে যায় নারদ নারদ। ‘আপ কি আদালত’ টক শোয়ের সঞ্চালক যুবরাজ কে বলেন। শাহরুখ খান মন্তব্য করেছেন ‘যুবরাজ সিংয়ের ওপরে মেয়েরা ফিদা’।

‘যুবির ইমেজটাই ক্যাসানোভা’, বলেন কিং খান। এর উত্তরে যুবরাজ বলেন ‘শাহরুখের মহিলা জোটে না কারণ তিনি করন জোহরের সঙ্গেই ব্যস্ত’। তবে ঐ শোয়ের সঞ্চালককে যুবি বলেন তিনি বিশ্বাস করেন না শাহরুখ এমনটা সত্যিই বলেছেন। শাহরুখকে কেউ পয়সা দিয়ে এসব বলিয়েছে। করন জোহরকে জড়িয়ে যুবরাজের এই বেফাঁস মন্তব্য শোরগোল তোলে। শাহরুখ ভক্তরা খাপ্পা হন যুবরাজের ওপর। এখন ‘জওয়ান’ জ্বরে কাঁপছে গোটা দেশ। আবার প্রকাশ্যে এসেছে যুবরাজের সেই মন্তব্য। আবার শাহরুখ ভক্তদের ক্ষোভ যুবরাজের ওপরে।