Basirhat News: কাঁকড়া নিয়ে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ
বসিরহাটের হাসনাবাদ থানার পাটলিখান গ্রাম পঞ্চায়েতের ট্যাংরা গ্রামের ঘটনা। এলাকার একটি জলাশয়ে দেড় বিঘা জমির উপর কাঁকড়া চাষ করেছিলেন কংগ্রেসের কর্মী সাহেব গাজী। আর সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত।
বসিরহাটের হাসনাবাদ থানার পাটলিখান গ্রাম পঞ্চায়েতের ট্যাংরা গ্রামের ঘটনা। এলাকার একটি জলাশয়ে দেড় বিঘা জমির উপর কাঁকড়া চাষ করেছিলেন কংগ্রেসের কর্মী সাহেব গাজী। আর সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ, তৃণমূলের এক গোষ্ঠী জোরপূর্বক ওই জলাশয়ে কাঁকড়া ধরবে বলে যায়।
এই নিয়ে প্রথমে বচসা ও গন্ডগোল হয়। তারপর দু’পক্ষের মধ্যে মারধরও শুরু হয়ে যায়। একে অপরের ওপরে বাঁশ, লাঠি ও লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঘটনায় মোট জখম হয়েছে ১০ জন। তার মধ্যে তৃণমূলের সাতজন ও কংগ্রেস তিনজন। আহতদের প্রথমে সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ যায়। ট্যাংরা গ্রামে এবার পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী সালাউদ্দিন মিস্ত্রি জয়ী হয়েছে।
তারপর থেকেই শাসক দলের সঙ্গে গন্ডগোলের সূত্রপাত। এই অভিযোগ উড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা বলেন, “এটা প্রতিবেশীদের মধ্যে গন্ডগোল। এর সঙ্গে কোন রাজনৈতিক ব্যাপার নেই। তাদের জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।” দুপক্ষই অভিযোগ ও পাল্টা অভিযোগ করেছে হাসনাবাদ থানায়।