Madhuri Dixit: শাড়ি ব্লাউজ খুলুন’মাধুরীকে বলেন পরিচালক

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 16, 2023 | 6:41 PM

আটের দশকের ম্যাটিনি আইডল মাধুরী দীক্ষিত। ভারতীয় সিনেমার হার্ট থ্রব। তাঁকেই কিনা পরিচালক বলেন 'শাড়ি খুলুন, ব্লাউজ খুলুন শুধু ব্রা পরে আসুন'। আত্মবিশ্বাস আর সৌন্দর্যে মাটিতে যেন পা পড়ত না বলিউড সুন্দরীর

আটের দশকের ম্যাটিনি আইডল মাধুরী দীক্ষিত। ভারতীয় সিনেমার হার্ট থ্রব। তাঁকেই কিনা পরিচালক বলেন ‘শাড়ি খুলুন, ব্লাউজ খুলুন শুধু ব্রা পরে আসুন’। আত্মবিশ্বাস আর সৌন্দর্যে মাটিতে যেন পা পড়ত না বলিউড সুন্দরীর। ১৯৮৯ এ অমিতাভ বচ্চনের বিপরীতে মাধুরী দীক্ষিত। ছবির নাম শানাখত আর পরিচালক টিনু আনন্দ। শ্যুটিংয়ের প্রথম দিনেই মাধুরীর সঙ্গে পোশাক বিতর্কে জড়িয়ে পড়েন মাধুরী দীক্ষিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিচালক প্রকাশ্যে আনেন এই বিষয়টি। পরিচালকের মুখে এই কথা শুনে মাধুরী ১ ঘণ্টা ড্রেসিংরুমে বন্দি হয়ে থাকেন। শুটিংয়ের আগে অভিনেত্রীকে পরিচালক বলেন ওই সিনে শুধুমাত্র ব্রা পরেই অভিনয় করতে হবে নায়িকাকে। প্রাথমিক ভাবে রাজিও হন মাধুরী। ওই সিনটি ছিল শ্যুটিংয়ের প্রথম দিন। নায়িকা পরিচালকের বাগবিতণ্ডায় প্যাক আপ হয় প্রথম দিনের শ্যুট। মাধুরী প্যাক আপের পরে পুরো ছবিটির চুক্তি ছিন্ন করে বেরিয়ে আসেন। বিগ বি অমিতাভ বচ্চনও এই সমস্যার সমাধান করতে বিফল হন। ৫ দিন শ্যুটিংয়ের পরে ছবিটি স্থগিত হয়ে যায়। ২০২২এ শেষবার মাধুরই দীক্ষিতকে দেখা গেছে দ্যা ফেম গেম ওয়েব সিরিজে। করণ জোহরের এই ওয়েব সিরিজে মাধুরীর বিপরীতে ছিলেন সঞ্জয় কাপুর।