Cow Smuggling Video: ভেলায় ভাসিয়ে পাচার! মুখ বাঁধা বাছুর উদ্ধার করল বিএসএফ

Aug 30, 2022 | 8:55 PM

Birbhum News: কলার ভেলা দেখেই সন্দেহ হয় সীমান্তরক্ষীদের। তারপর নৌযান নিয়ে গিয়ে কলার ভেলায় বাঁধা বাছুরটিকে উদ্ধার করা হয়!

Follow Us

মুর্শিদাবাদ: কলার ভেলা তৈরি করে গরু বেঁধে ভাসিয়ে দেওয়া হয় নদীতে। বাংলাদেশে পাচার হওয়ার আগে বিএসএফের হাতে উদ্ধার বাছুর। ঘটনার এক্সক্লুসিভ ভিডিয়ো TV9 বাংলার হাতে।

বাংলাদেশে গরু পাচারের জন্য সবথেকে বেশি ব্যবহৃত রুট মুর্শিদাবাদ। সাগরদিঘি হয়ে রঘুনাথপুর করিডর এবং জলঙ্গি করিডর — মূলত এই ২ রুটেই গরু পাচার হয়ে থাকে। গতকাল এই রুট দিয়েই গরু পাচারের আগে উদ্ধার হল বাছুর। কলার ভেলা দেখেই সন্দেহ হয় সীমান্তরক্ষীদের। তারপর নৌযান নিয়ে গিয়ে কলার ভেলায় বাঁধা বাছুরটিকে উদ্ধার করা হয়েছে। বিএসএফের অনুমান, মুর্শিদাবাদের জলঙ্গির মুরাদপুর কিংবা ফরাজিপাড়া এলাকা থেকেই এই বাছুরটিকে বাংলাদেশে পাচার করার জন্য কলার ভেলা বানিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে।

মুর্শিদাবাদ: কলার ভেলা তৈরি করে গরু বেঁধে ভাসিয়ে দেওয়া হয় নদীতে। বাংলাদেশে পাচার হওয়ার আগে বিএসএফের হাতে উদ্ধার বাছুর। ঘটনার এক্সক্লুসিভ ভিডিয়ো TV9 বাংলার হাতে।

বাংলাদেশে গরু পাচারের জন্য সবথেকে বেশি ব্যবহৃত রুট মুর্শিদাবাদ। সাগরদিঘি হয়ে রঘুনাথপুর করিডর এবং জলঙ্গি করিডর — মূলত এই ২ রুটেই গরু পাচার হয়ে থাকে। গতকাল এই রুট দিয়েই গরু পাচারের আগে উদ্ধার হল বাছুর। কলার ভেলা দেখেই সন্দেহ হয় সীমান্তরক্ষীদের। তারপর নৌযান নিয়ে গিয়ে কলার ভেলায় বাঁধা বাছুরটিকে উদ্ধার করা হয়েছে। বিএসএফের অনুমান, মুর্শিদাবাদের জলঙ্গির মুরাদপুর কিংবা ফরাজিপাড়া এলাকা থেকেই এই বাছুরটিকে বাংলাদেশে পাচার করার জন্য কলার ভেলা বানিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে।

Next Video