Daspur CPIM Joining: তৃণমূল থেকে সিপিএমে যোগ!

| Edited By: Tapasi Dutta

Jun 12, 2023 | 8:58 PM

তৃণমূল থেকে সিপিএমে যোগদান। প্রায় ১৫ জন তৃণমূল কর্মী সমর্থক সিপিএমে যোগদান করল বলে দাবি সিপিএমের।যদিও এই যোগদান মিথ্যা বলে পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসুলপুর এলাকায়।

তৃণমূল থেকে সিপিএমে যোগদান, প্রায় ১৫ জন তৃণমূল কর্মী সমর্থক সিপিএমে যোগদান করল বলে দাবি সিপিএমের।যদিও এই যোগদান মিথ্যা বলে পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসুলপুর এলাকায়।দাসপুরে সিপিএমের দলীয় কার্যালয় থেকে তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিএমের জেলা কমিটির নেতা সুনীল অধিকারী। যদিও এই যোগদানের বিষয়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি,তৃণমূল থেকে সিপিএমে যোগদান করেছে এবিষয়ে জানা নেই,এসব মিথ্যা।তবে যে ছেলেটির যোগদানের কথা বলা হচ্ছে সে আইএসএফ করতো বলে জানি।পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে সেমতো আজ তৃতীয় দিনের মনোনয়ন পত্র জমা দেওয়া চলছে রাজনৈতিক দলগুলির,তারই মাঝে দাসপুরে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানের খবরে রাজনৈতিক তরজার পাশাপাশি শুরু হয়েছে জোর জল্পনা।