Bhangar News: ভাঙড়ে তোলা যাবে না লাল পতাকা!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 01, 2023 | 7:43 PM

মে দিবসে ভাঙড়ের নাটাপুকুরে CPIM এর পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছিলো। অভিযোগ সেই পতাকা ছিঁড়ে দেয় তৃণমূলের দুষ্কৃতিরা। ভাঙা হয় অস্থায়ী শহীদ বেদী। এমনকি হুমকি দেওয়া হয় এই এলাকায় কোন সিপিআইএমের পতাকা তোলা যাবে না বলে।

এলাকায় কোন সিপিআইএমের পতাকা তোলা যাবে না এই নিদানে এবার CPIM এর পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটলো ভাঙড়ে। মে দিবসে ভাঙড়ের নাটাপুকুরে CPIM এর পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছিলো। অভিযোগ সেই পতাকা ছিঁড়ে দেয় তৃণমূলের দুষ্কৃতিরা। ভাঙা হয় অস্থায়ী শহীদ বেদী। এমনকি হুমকি দেওয়া হয় এই এলাকায় কোন সিপিআইএমের পতাকা তোলা যাবে না বলে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেয়। সিপিআইএম নিজেরা ছিঁড়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। ঘটনাস্থলে কাশিপুর থানার পুলিশ।