e শেষে কি হুমায়ুনের সঙ্গে জোট হবে বামেদের? বাড়ছে জল্পনা - Bengali News | CPIM state secretary Mohammed Salim meeting with JUP chief Humayun Kabir | TV9 Bangla News

শেষে কি হুমায়ুনের সঙ্গে জোট হবে বামেদের? বাড়ছে জল্পনা

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 30, 2026 | 7:40 PM

বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত কাদের সঙ্গে জোট করবে বামেরা? জোটের জল কোনদিকে গড়াচ্ছে, তাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থেকে শুরু করে, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে সকলেই বলছিলেন আলোচনা চলছে। এরইমধ্যে সেলিমের সঙ্গে বৈঠক করে ফেললেন হুমায়ুন কবীর। মিটিং থেকে বেরিয়ে তাঁর সাফ কথা, বন্ধুত্বপূর্ণ পরিবেশে সদর্থক মিটিং হয়েছে। তবে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল-বিজেপি। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, সবই তো মোঘল সাম্রজ্য। হুমায়ুনও ছিল মোঘল সাম্রাজ্যে, আবার সেলিমও ছিল। কুণাল ঘোষ বলছেন, “বলছে আমি মন বুঝতে গিয়েছি। যত অতৃপ্ত আত্মা আছে ওরা বলছে এসো হাতে হাত ধরি। কিন্তু আমরা ওসব ভাবছি না। আমরা বিপুলভাবে জিততে চলেছি।” 

বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত কাদের সঙ্গে জোট করবে বামেরা? জোটের জল কোনদিকে গড়াচ্ছে, তাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থেকে শুরু করে, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে সকলেই বলছিলেন আলোচনা চলছে। এরইমধ্যে সেলিমের সঙ্গে বৈঠক করে ফেললেন হুমায়ুন কবীর। মিটিং থেকে বেরিয়ে তাঁর সাফ কথা, বন্ধুত্বপূর্ণ পরিবেশে সদর্থক মিটিং হয়েছে। তবে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল-বিজেপি। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, সবই তো মোঘল সাম্রজ্য। হুমায়ুনও ছিল মোঘল সাম্রাজ্যে, আবার সেলিমও ছিল। কুণাল ঘোষ বলছেন, “বলছে আমি মন বুঝতে গিয়েছি। যত অতৃপ্ত আত্মা আছে ওরা বলছে এসো হাতে হাত ধরি। কিন্তু আমরা ওসব ভাবছি না। আমরা বিপুলভাবে জিততে চলেছি।”