‘একসঙ্গে চুরি করেছে, এখন ভাগাভাগি কীসের?’, তৃণমূল-বিজেপিকে নিশানা সেলিমের

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 01, 2025 | 8:02 AM

বিজেপি ও তৃণমূলের আঁতাত রয়েছে বলে লাগাতারই অভিযোগ করে সিপিএম। ফের রাজ্যের প্রধান দুই প্রতিপক্ষকে আক্রমণ করে সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ২৯ নভেম্বর থেকে সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। রবিবার শিলিগুড়িতে বাংলা বাঁচাও যাত্রা করে এই বাম দল। আর সেখান থেকেই বিজেপি ও তৃণমূলকে একসঙ্গে আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক। তিনি বলেন, "একসঙ্গে চুরি করেছে, এখন ভাগাভাগি কীসের?" উত্তরবঙ্গে বন্যা মোকাবিলায় কী কাজ করেছে তৃণমূল ও বিজেপি, সেই প্রশ্নও তোলেন তিনি। এসআইআর নিয়ে আক্রমণ করে বলেন, "ওরা লাশের রাজনীতি করবে।" 

বিজেপি ও তৃণমূলের আঁতাত রয়েছে বলে লাগাতারই অভিযোগ করে সিপিএম। ফের রাজ্যের প্রধান দুই প্রতিপক্ষকে আক্রমণ করে সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ২৯ নভেম্বর থেকে সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। রবিবার শিলিগুড়িতে বাংলা বাঁচাও যাত্রা করে এই বাম দল। আর সেখান থেকেই বিজেপি ও তৃণমূলকে একসঙ্গে আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক। তিনি বলেন, “একসঙ্গে চুরি করেছে, এখন ভাগাভাগি কীসের?” উত্তরবঙ্গে বন্যা মোকাবিলায় কী কাজ করেছে তৃণমূল ও বিজেপি, সেই প্রশ্নও তোলেন তিনি। এসআইআর নিয়ে আক্রমণ করে বলেন, “ওরা লাশের রাজনীতি করবে।”