Credit Card: বিদেশ যাত্রা এবার আরও দামি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 06, 2023 | 5:50 PM

এই অর্থবর্ষে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স অনেকটাই বেড়েছে। আগে এই ট্যাক্সের পরিমাণ ছিল ৫%। সেই ট্যাক্সের পরিমাণ বেড়ে হয়েছে ২০%।

এবার বিদেশ যাত্রায় বিমানের খরচ আরও বাড়বে। এই অর্থবর্ষে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স অনেকটাই বেড়েছে। আগে এই ট্যাক্সের পরিমাণ ছিল ৫%। সেই ট্যাক্সের পরিমাণ বেড়ে হয়েছে ২০%। জুলাই মাসে ১ তারিখ থেকে এই নিয়ম কার্যকরী হয়েছে। এই ট্যাক্সের পরিমাণ বাড়ার জন্য বিমান ভাড়াও বৃদ্ধি পাবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেকেই বিদেশে আর্থিক লেনদেন করেন। এই আর্থিক লেনদেনের জন্য ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স দিতে হয়। আগে ক্রেডিট কার্ডে লেনদেনের তথ্য সরকারের কাছে থাকতো না। কিন্তু এবার থেকে ক্রেডিট কার্ড এলআরএস স্কিমের মধ্যে আনা হয়েছে। একজন ভারতীয় কত টাকা খরচ করতে পারবেন তা রিজার্ভ ব্যাঙ্ক স্থির করে দিয়েছে। একজন ভারতীয় সর্বাধিক ২৫ লাখ টাকা খরচ করতে পারবেন এক অর্থবর্ষে।