Criminals Attack at Night in Bankura: মেয়ের বিয়ের গয়না,টাকা সব লুঠ!

Criminals Attack at Night in Bankura: মেয়ের বিয়ের গয়না,টাকা সব লুঠ!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 12, 2023 | 8:25 PM

রাতের অন্ধকারে বাড়িতে হানা দিয়ে মেয়ের বিয়ের জন্য সঞ্চিত নগদ এক লক্ষ ত্রিশ হাজার টাকা ও বেশ কিছু গহনা চুরি করে চম্পট দিল চোরের দল। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার লালবাঁধ গ্রামে।

রাতের অন্ধকারে বাড়িতে হানা দিয়ে মেয়ের বিয়ের জন্য সঞ্চিত নগদ এক লক্ষ ত্রিশ হাজার টাকা ও বেশ কিছু গহনা চুরি করে চম্পট দিল চোরের দল। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার লালবাঁধ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে লালবাঁধ গ্রামের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রী সৈকত খান এর মেয়ের বিয়ের পাকা দেখা ছিল বুধবার। সেজন্য বাড়িতে একটি বাক্সে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ও একাধিক ছোট বাক্সে বেশ কিছু সোনা ও রুপোর গহনা রাখা ছিল। সোমবার রাতে ব্যাপক ভ্যাপসা গরম থাকায় পরিবারের প্রধান সৈকত খান সহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির দরজা খুলে বাড়ির বিভিন্ন জায়গায় ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়তেই চোরের দল চুপিসাড়ে বাড়ির ভেতর ঢুকে সকলের অজান্তে বাড়ির মধ্যে রাখা টাকা ও গহনার বাক্স নিয়ে চম্পট দেয় পার্শ্ববর্তী জঙ্গলে। সেই জঙ্গলে চোরের দল বাক্স ভেঙে টাকা ও গহনা নিয়ে চম্পট দেয়। আজ সকালে পরিবারের লোকজন গ্রাম লাগোয়া জঙ্গলে বাক্সগুলি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে চুরির ঘটনা জানতে পারে। এরপরই তালডাংরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে নামে। এইভাবে টাকা খোয়া যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার।

Published on: Sep 12, 2023 07:37 PM