My Jio Offer: তিন হাজার টাকার জিও প্ল্যানে এবার থেকে 5G পরিষেবার পাবেন গ্রাহকরা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 17, 2023 | 10:03 PM

বার্ষিক ২,৯৯৯ টাকার Jio Plan-এ কাস্টমাররা এবার থেকে ৫জি ডেটার অফার পেয়ে যাবেন। Jio ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২.৫ জিবি করে হাই-স্পিড ডেটা অফার করা হয়

বার্ষিক ২,৯৯৯ টাকার Jio Plan-এ কাস্টমাররা এবার থেকে ৫জি ডেটার অফার পেয়ে যাবেন। Jio ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২.৫ জিবি করে হাই-স্পিড ডেটা অফার করা হয়। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং,প্রতিদিন ১০০টা করে ফ্রি SMS এবং ৩৬৫ দিনের বৈধতা। অতিরিক্ত অফারের দিক থেকে এই Jio Plan-এ গ্রাহকদের Jio Suite মোবাইল অ্যাপ্লিকেশনগুলি অফার করা হয়। সেই তালিকায় রয়েছে JioTV, Jio Cloud, JioSecurity এবং JioCinema। Jio ২,৯৯৯ টাকার প্ল্যানে এখনও ‘Jio Happy New Year’ অফারটি পাবেন কাস্টমাররা। সেই অফারে ২৩ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি এবং ৭৫ জিবি অতিরিক্ত ডেটা অফার করা হয়। এই মুহূর্তে Reliance Jio দেশের ৩০০টি শহরে তাদের ট্রু ৫জি সার্ভিস চালু করতে সক্ষম হয়েছে। সংস্থাটি চলতি বছরে একটি ৫জি প্ল্যান নিয়ে হাজির হয়েছিল,যার জন্য গ্রাহকদের মাত্র ৬১ টাকা খরচ করতে হবে। এটি একটি ‘5G Upgrade’ ডেটা প্ল্যানে গ্রাহকদের মোট ৬জিবি হাই স্পিড ডেটা অফার করা হয়। ১১৯ টাকা, ১৪৯ টাকা, ১৭৯ টাকা, ১৯৯ টাকা এবং ২০৯ টাকার প্ল্যানের সঙ্গে এই জিও প্ল্যানটি ব্যবহার করতে পারবেন।

Published on: Mar 17, 2023 10:03 PM