Weather News: তৈরি হবে ঘূর্ণিঝড় সেনিয়ার, বুধবার থেকেই খেলা ঘুরবে বাংলার?
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

Weather News: তৈরি হবে ঘূর্ণিঝড় সেনিয়ার, বুধবার থেকেই খেলা ঘুরবে বাংলার?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 23, 2025 | 5:33 PM

এরপর দফায়-দফায় আরও শক্তি বাড়িয়ে বুধবার সেটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এবারের ঘূর্ণিঝড়ের নাম সেনিয়ার। আর তার নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। তবে এই সেনিয়ারের গন্তব্য এখনও স্পষ্ট নয়। কোথায় যে ল্যান্ডফল হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

শীত ভোগে আগেই গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? সেই আবহের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। জানা যাচ্ছে, এই মুহূর্তে আন্দামান সাগরে একটি নিম্নচাপ রয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সোমবার গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর দফায়-দফায় আরও শক্তি বাড়িয়ে বুধবার সেটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এবারের ঘূর্ণিঝড়ের নাম সেনিয়ার। আর তার নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। তবে এই সেনিয়ারের গন্তব্য এখনও স্পষ্ট নয়। কোথায় যে ল্যান্ডফল হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।