Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Leopard Recovery In Meteli Tea garden: চিতা বাঘের দেহ উদ্ধার!

Leopard Recovery In Meteli Tea garden: চিতা বাঘের দেহ উদ্ধার!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 06, 2023 | 5:24 PM

ঘটনাটি ঘটেছে গতকাল মেটেলি ব্লকের আইবিল চা বাগানের ডাঙ্গি ডিভিশনে।মঙ্গলবার সকালে বাগানের শ্রমিকেরা আইবিল চা বাগানের ডাঙ্গী ডিভিশনের ৩৫ নম্বর সেকশন কাজ করার সময় একটি চিতা বাঘের দেহ পড়ে থাকতে দেখেন।

ঘটনাটি ঘটেছে গতকাল মেটেলি ব্লকের আইবিল চা বাগানের ডাঙ্গি ডিভিশনে।মঙ্গলবার সকালে বাগানের শ্রমিকেরা আইবিল চা বাগানের ডাঙ্গী ডিভিশনের ৩৫ নম্বর সেকশন কাজ করার সময় একটি চিতা বাঘের দেহ পড়ে থাকতে দেখেন। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তর এর খুনিয়া স্কোয়াডে। খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। উল্লেখ্য এর আগে ও এই ডিভিশনে আরো একটি চিতা বাঘের দেহ পাওয়া যায়। দেখে মনে হচ্ছিল দেহটি দুদিন আগের। খুনিয়া স্কোয়াডের বন কর্মীদের তরফে জানানো হয় , লেপার্ডের দেহ উদ্ধার করে লাটাগুরি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। সেখানেই ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।