AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Death: এখানে মৃত্যু অপরাধ

Death: এখানে মৃত্যু অপরাধ

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 16, 2023 | 5:48 PM

Share

Death Banned: বিশ্বের বেশ কিছু জায়গা আছে যেখানে মৃত্যু মানা। শুধু নিষেধই নয় মৃত্যু রীতিমত অপরাধ। কেউ মারা গেলে জরিমানার নিদানও আছে এখানে।

বিশ্বের বেশ কিছু জায়গা আছে যেখানে মৃত্যু মানা। শুধু নিষেধই নয় মৃত্যু রীতিমত অপরাধ। কেউ মারা গেলে জরিমানার নিদানও আছে এখানে। নরওয়ের লংইয়ারবাইন শহরে মৃত্যু নিষিদ্ধ এক অপরাধ। গত ৭০ বছর এখানের কারও কবর হয়নি। তুষারে ঢাকা লংইয়ারবাইনে কবর দিলে মরদেহ পচে মাটিতে মেশে না। বরং মৃতদেহ থেকে হয় পারমাফ্রস্ট ভাইরাস। ওই ভাইরাসের সংক্রমণে অসুস্থ হন শহরবাসী। তাই এখানে কেউ মরণাপন্ন হলে তাকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়। ইতালির ফ্যালসিয়ানো দেল ম্যাসিকোয় পুর আইনে কারও মৃত্যু বেআইনি। বয়স্করা তাই শহরে থাকেন না। তাঁরা থাকেন মন্দারাগোনে শহরে। ফ্যালসিয়ানো দেল ম্যাসিকোর কবরস্থান ভরে যাওয়াতেই এমন নিয়ম। জাপানের ইতসুকুশিমায় মৃত্যুর সঙ্গে সঙ্গে জন্মও নিষিদ্ধ। এখানে যেতে পারেন না গর্ভবতী, অসুস্থ ও বয়স্করা। জাপানিদের পবিত্রস্থল ইতসুকুশিমায় ১৮৭৮ থেকে চলছে এই নিয়ম। কবরে জায়গা নেই বলে মৃত্যু নিষিদ্ধ ফ্রান্সের সার্পোরেক্সে। কারও মৃত্যু হলে কঠোর শাস্তি হয় এখানে। নাগরিকদের স্বাস্থ্য সচেতন করতে মৃত্যু নিষিদ্ধ ইটালির সেলিয়ায়। কোনও নাগরিক স্বাস্থ্য সচেতন না হলে তাঁর জরিমানা হয়। এখানেও মৃত্যু অপরাধ। কবরে ঠাঁই নেই তাই ১৯৯৯ থেকে স্পেনের ল্যানজারনে মৃত্যু নিষিদ্ধ। অসুস্থ ও বৃদ্ধদের পাঠানো হয় অন্যত্র।