Medinipur Electric Shock News: ফুটপাতে খাবারের দোকানে আচমকাই
ফুটপাতে খাবারের দোকানে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত এক, গুরুতর যখম দুই। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
ফুটপাতে খাবারের দোকানে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত এক, গুরুতর যখম দুই। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ খাবারের দোকান পরিষ্কার করছিল তিনজন। সে সময় হঠাৎই দোকানের মধ্যে থাকা একটি তার ছিড়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় তিনজন। তিনজনকে দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আসিশ সাউ। দুজন চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।