Kolkata Theater: অন্য পরিচালকের প্রোডাকশানে প্রায় ত্রিশ বছর পর মঞ্চে নামলেন দেবেশ চট্টোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 22, 2023 | 5:29 PM

অন্য পরিচালকের প্রোডাকশানে প্রায় ত্রিশ বছর পর মঞ্চে নামলেন নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়। ইতালির নোবেল জয়ী সাহিত্যিক লিউইজি পিরেনদেল্লোর নাটকে মধুসূদন মঞ্চে দেবেশ অভিনয় করলেন নাট্যকার অর্পিতা ঘোষের পরিচালনায়।

অন্য পরিচালকের প্রোডাকশানে প্রায় ত্রিশ বছর পর মঞ্চে নামলেন নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়। ইতালির নোবেল জয়ী সাহিত্যিক লিউইজি পিরেনদেল্লোর নাটকে মধুসূদন মঞ্চে দেবেশ অভিনয় করলেন নাট্যকার অর্পিতা ঘোষের পরিচালনায়। এখানে এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন দেবেশ। সত্য বহুমাত্রিক এবং প্রতিটি দৃষ্টিভঙ্গিরই আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। মূলত এই কথাই বলছে অর্পিতা ঘোষের রূপান্তরিত পিরানদেল্লোর নাটক ‘তুমি ঠিক যদি ভাবো তুমি ঠিক’। পঞ্চম বৈদিকের প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হল রবিবার মধুসূদন মঞ্চে। মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে এই নাটকের মঞ্চায়ন। নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব দাস। বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি, বিরুদ্ধ চিন্তা ভাবনাকে মর্যাদা দেওয়া কোথাও সত্যেরই আরেক রূপকে স্বীকৃতি দেওয়া। সত্য বহুমাত্রিক, বহুস্তরীয়, এই কথাই বলতে চাইল অর্পিতার নাটক।