Delhi Blast: ফোনের লোকেশন ট্র‍্যাক করে বাংলা থেকে নিশারের সন্ধান পায় NIA

Delhi Blast: পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাহ নিশারের আদি বাড়ি লুধিয়ানায় হলেও তাঁর পৈতৃক বসতি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অধীনে কোনাল গ্রামে। তাঁর বাবা তৌহিদ আলম কর্মসূত্রে কয়েক দশক আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 14, 2025 | 11:35 PM

উত্তর দিনাজপুর:   দিল্লির লালকেল্লার বাইরে ঘটে যাওয়া বিস্ফোরণকাণ্ডে বাংলা যোগ। উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে এনআইএ-এর জালে এক ডাক্তারি পড়ুয়া। নাম যাহ নিশার আলম। তিনি হরিয়ানার আলফলাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএসের ছাত্র। শুক্রবার ভোরে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র বিশেষ টিম সূর্যাপুর বাজার চত্বর থেকে তাঁকে আটক করে। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাহ নিশারের আদি বাড়ি লুধিয়ানায় হলেও তাঁর পৈতৃক বসতি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অধীনে কোনাল গ্রামে। তাঁর বাবা তৌহিদ আলম কর্মসূত্রে কয়েক দশক আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

উত্তর দিনাজপুর:   দিল্লির লালকেল্লার বাইরে ঘটে যাওয়া বিস্ফোরণকাণ্ডে বাংলা যোগ। উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে এনআইএ-এর জালে এক ডাক্তারি পড়ুয়া। নাম যাহ নিশার আলম। তিনি হরিয়ানার আলফলাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএসের ছাত্র। শুক্রবার ভোরে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র বিশেষ টিম সূর্যাপুর বাজার চত্বর থেকে তাঁকে আটক করে। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাহ নিশারের আদি বাড়ি লুধিয়ানায় হলেও তাঁর পৈতৃক বসতি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অধীনে কোনাল গ্রামে। তাঁর বাবা তৌহিদ আলম কর্মসূত্রে কয়েক দশক আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।