এই ২ পুলিশকর্মীও উড়ে যেতেন বিস্ফোরণে, কীভাবে বাঁচলেন?
Delhi Blast Update: হেড কনস্টেবল অজয় কুমার। পুলিশ চৌকি থেকে মাত্র ৩০ ফুট দূরে একটা চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন। এতেই প্রাণ বাঁচল তাঁদের। যে সময়ে তারা পুলিশ চৌকি থেকে দূরে যান, সেই সময়ই ভয়াবহ বিস্ফোরণ হয়। ওখানে থাকলে তাদের মৃত্যুও কার্যত নিশ্চিত ছিল।
ফোন এসেছিল স্ত্রীর। বলেছিল রাস্তার ওপারে থাকা গৌরীশঙ্কর মন্দিরের একবার ভিডিয়ো কলে দর্শন করানোর জন্য। স্ত্রীর আবদার পূরণ করতেই সেইমতো লালকেল্লা পুলিশ চৌকি থেকে বেরিয়ে হেড কনস্টেবল থান সিং এক মিনিটের জন্য রাস্তার ওপারে যান ভিডিয়ো কল করতে। দ্বিতীয় হেড কনস্টেবল অজয় কুমার। পুলিশ চৌকি থেকে মাত্র ৩০ ফুট দূরে একটা চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন। এতেই প্রাণ বাঁচল তাঁদের। যে সময়ে তারা পুলিশ চৌকি থেকে দূরে যান, সেই সময়ই ভয়াবহ বিস্ফোরণ হয়। ওখানে থাকলে তাদের মৃত্যুও কার্যত নিশ্চিত ছিল।