Delhi Blast: ২৬ জানুয়ারি আরও বড় কিছু হত! চাঞ্চল্যকর বয়ান মুজাম্মিলের

|

Nov 12, 2025 | 8:09 PM

Delhi Blast: গোয়েন্দা সূত্রে খবর, আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার কাছে বিস্ফোরণের প্ল্যান ছিল উমর-মুজাম্মিল-শাহিনদের। জেরায় স্বীকার করেছে মুজাম্মিল, খবর তদন্তকারীদের সূত্রে। জানা গিয়েছে, মুজাম্মিল ও উমর মিলে একাধিকবার লালকেল্লা চত্বরে রেইকি করেছে।

দিল্লি বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এখন নয়, আরও কিছুদিন পরে বড়সড় নাশকতার ছক ছিল হামলার মূল চক্রীদের। গোয়েন্দা সূত্রে খবর, আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার কাছে বিস্ফোরণের প্ল্যান ছিল উমর-মুজাম্মিল-শাহিনদের। জেরায় স্বীকার করেছে মুজাম্মিল, খবর তদন্তকারীদের সূত্রে। জানা গিয়েছে, মুজাম্মিল ও উমর মিলে একাধিকবার লালকেল্লা চত্বরে রেইকি করেছে। যাতে রেইকি করতে এবং পরবর্তী সময়ে বিস্ফোরণ ঘটানোর জন্য ফরিদাবাদে বাড়ি ভাড়া নিয়েছিল। সেই বাড়িতে টন টন বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। গাড়ি ভর্তি বিস্ফোরক কোথায় রেখে এলে সর্বাধিক ক্ষতি হবে, তা জানতে একাধিকবার রেইকি করে এসেছিল ধৃতরা।