AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Blast in Delhi: ফিদায়েঁ হামলা নয়, লালকেল্লায় বিস্ফোরণ দুর্ঘটনাবশতই?

Delhi Blast: দিল্লি-এনসিআর ও ফরিদাবাদ থেকে সঙ্গীরা গ্রেফতার হওয়ার পর থেকেই ধরা পড়ে যাওয়ার ভয়ে ছিল উমর। আর সেই সময়ই দ্রুত বিস্ফোরক অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করে ফেলে। ভাবা মাত্রই কাজ শুরু করে দেয়। কিন্তু মাঝপথেই খেলা শেষ।

Blast in Delhi: ফিদায়েঁ হামলা নয়, লালকেল্লায় বিস্ফোরণ দুর্ঘটনাবশতই?
প্রতীকী ছবি Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Nov 12, 2025 | 8:58 AM
Share

নয়া দিল্লি: লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনামাফিক নয়, তাড়াহুড়োতেই! কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিস্ফোরক পুরোপুরি তৈরি করে উঠতে পারেনি উমর নবী, তাই মাত্রা ‘সীমিত’। কোনও শার্প নেল মেলেনি দেখে গোয়েন্দাদের অনুমান, সর্বোচ্চ ক্ষতির জন্য ওই বিস্ফোরক প্রস্তুত ছিল না। যদি সেইভাবে প্রস্তুত করা হতো তাহলে ফল আলাদা হতে পারতো, আরও বড় ক্ষতি হয়ে যেতে পারতো। কিন্তু ওই বিস্ফোরককে পুরোমাত্রায় তৈরি করে উঠতে পারেনি জঙ্গিরা। 

প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান ফরিদাবাদে ভাড়া বাড়িতে মজুত প্রায় ৩০০০ কিলোগ্রাম বিস্ফোরক পুলিশ বাজেয়াপ্ত করতে-ই মূল পরিকল্পনা ভেস্তে যায় উমর ও তার সঙ্গীদের। দেশজুড়ে গোয়েন্দাদের তল্লাশিতে জঙ্গি ডাক্তারদের মডিউল ধরা পড়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ডাক্তার উমর নবী। 

দিল্লি-এনসিআর ও ফরিদাবাদ থেকে সঙ্গীরা গ্রেফতার হওয়ার পর থেকেই ধরা পড়ে যাওয়ার ভয়ে ছিল উমর। আর সেই সময়ই দ্রুত বিস্ফোরক অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করে ফেলে। 

ভাবা মাত্রই কাজ শুরু করে দেয়। কিন্তু গাড়ি ভর্তি বিস্ফোরক অন্যত্র নিয়ে যাওয়ার সময়ই খেলা শেষ। আচমকা ঘটে যায় বিস্ফোরণ। যা দেখেই তদন্তকারীরা নিশ্চিত, ফিদায়েঁ হামলা নয়, লালকেল্লায় বিস্ফোরণ দুর্ঘটনাবশতই ঘটেছে। বিস্ফোরণের সময় গাড়িটি চলন্ত অবস্থায় ছিল। পুলিশ বলছে বেশ ধীর গতিতেই চলছিল সেটি। সুইসাইড মিশনে সাধারণত এমনটা হয় না। সব মিলিয়ে দেশজুড়ে জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক পুলিশি ধরপাকড়ে আরও বড় হামলা এড়ানো গেছে বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে তদন্ত এখনও পুরোদমে জারি রয়েছে। উমরের সমস্ত পসেবল ‘লিঙ্ক’ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিস্ফোরক নিয়ে ঠিক কী করার পরিকল্পনা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।