Delhi Red Fort Blast: ডাক্তার নাকি জঙ্গি? বিস্ফোরণের আগে বারে বারে রেইকি করে গিয়েছিল ওরা!
Delhi Red Fort Blast: জানা গিয়েছে এই গাড়িটি বিস্ফোরণের আগে একাধিকবার এলাকা রেইকি করে। দুপুর ৩টে ৩০ মিনিটের আশেপাশে একবার এই এলাকা ঘুরে যায় গাড়িটি। তদন্তকারীরা বলছেন, সিসিটিভি ফুটেজে এই ঘুরে যাওয়ার বিষয়টি দেখা গিয়েছিল।
দিল্লিতে লাল কেল্লা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা দেশ। আর এর মধ্যেই একটা অবাক করার মত তথ্য পাওয়া গিয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় জড়িত সকলেই চিকিৎসক। চিকিৎসা করে মানষের প্রাণ বাঁচানো যাঁদের কাজ, তারাই নেমে পড়েছে এই মৃত্যুর খেলায়।
জানা গিয়েছে এই গাড়িটি বিস্ফোরণের আগে একাধিকবার এলাকা রেইকি করে। দুপুর ৩টে ৩০ মিনিটের আশেপাশে একবার এই এলাকা ঘুরে যায় গাড়িটি। তদন্তকারীরা বলছেন, সিসিটিভি ফুটেজে এই ঘুরে যাওয়ার বিষয়টি দেখা গিয়েছিল। এর পর আবার ৩টে ৫২ মিনিটের দিকে ওই গাড়িই ফিরে আসে, দাঁড়িয়ে থাকে ও ফিরে যায়। এরপর আবার সন্ধেবেলা আবার এই জায়গায় ফিরে আসে গাড়িটি। সবশেষে এখানেই ওই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে।
Published on: Nov 12, 2025 04:09 PM