Delhi Red Fort Blast: এটা কি শুধু শুরু? দেশ জুড়েই নাশকতার ছক সাজানো, বলছেন বিশেষজ্ঞরা
Delhi Red Fort Blast: পুলওয়ামায় পেশায় কলমিস্ত্রি আমিরকে গাড়িটি বিক্রি করা হয়েছিল। এই তথ্য থেকেি পুলওয়ামা যোগ উঠে আসছে। শুধু তাই নয়, পুলওয়ামা থেকে একজনকে গ্রেফতারও করা হয়েছে। এছাড়া ফরিদপুর যে জঙ্গিদের ডেরা হয়ে উঠেছে, সে কথাও বলছেন বিশেষজ্ঞরা।
অন্যতম শীর্ষ জঙ্গিনেতা মউলানা মাসুজ আজহার বলেছিলেন, এমন কোনও হামলা ঘটানো হবে, যাতে ভারত কেঁপে উঠবে। লালকেল্লার কাছে পার্কিং লটে বিস্ফোরণের পর সে কথাই মনে করিয়ে দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। তাঁর মতে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়।
পুলওয়ামা, সাহরানপুর, ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে।তাই গ্রুপ ক্যাপ্টেনের মতে, এটা একটা ইন্টার স্টেট মডিউল, কোনও পৃথক ঘটনা নয়। তিনি বলছেন, ইঞ্জিনিয়ার ডাক্তারদের ব্যবহার ররে দেশের মধ্যে নাশকতামূলক কাজ করা হচ্ছে। অনেক স্লিপিং সেল যে আছে সে কথাও মনে করিয়ে দিচ্ছেন তিনি।

