Delhi Red Fort Blast: আদিল-মুজাম্মিলদের মডিউল কি শুধু উত্তরে? দক্ষিণে তাহলে কে?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 11, 2025 | 11:00 PM

Delhi Red Fort Blast: বিশেষজ্ঞরা বারবার বলছেন এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনার পিছনে থাকতে পারে কোনও বড় চক্র। জঙ্গি মডিউলের কথা বারবার উঠে আসছে দিল্লির বিস্ফোরণের ঘটনায়। দক্ষিণ ভারতে কি তবে পৃথক কোনও জাল তৈরি হয়েছে?

অ্যামোনিয়াম নাইট্রেট ও জ্বালানি তেল দিয়েই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। দিল্লির ঘটনায় প্রাথমিক তদন্তে অন্তত তেমনটাই মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, আদিলের সঙ্গে মূলত যোগাযোগ ছিল উমর নবীর। আদিল গ্রেফতার হওয়ার পর উমর সাহরানপুর থেকে পালিয়ে যায়। আর এক সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে আদিল-মুজাম্মিলদের মডিউল ছিল বলেই অনুমান করা হচ্ছে। এবার প্রশ্ন উঠেছে দক্ষিণ ভারত নিয়ে। সেখানে কোনও মডিউল তৈরি হয়নি তো?