ভক্তদের বিক্ষোভে কাজ হল, ফের খুলে গেল আমহার্স্ট স্ট্রিটের কালীমন্দির

অভিযোগ, তাঁদের অধিকাংশের তখনও পুজোই দেওয়া হয়নি। কিন্তু সন্ধ্যা ৬টা বাজতেই মন্দিরের দরজা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আর পুজো দেওয়া যাবে না বলেও জানিয়ে দেয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পুণ্যার্থীরা। পুণ্যার্থীরা ইটবৃষ্টি করেন, পাল্টা হয় লাঠিচার্জ। সোমবার সকালে ফের খোলা হয় মন্দির। ভক্তরা পুজো দেন। 

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 19, 2026 | 5:47 PM

রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল আমহার্স্ট স্ট্রিটের কালী মন্দির চত্বর। রবিবার অমাবস্যার বিশেষ তিথি। আমহার্স্ট স্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়। মন্দিরের সামনের সরু রাস্তায় তখন ঠাসা ভিড়। অভিযোগ, তাঁদের অধিকাংশের তখনও পুজোই দেওয়া হয়নি। কিন্তু সন্ধ্যা ৬টা বাজতেই মন্দিরের দরজা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আর পুজো দেওয়া যাবে না বলেও জানিয়ে দেয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পুণ্যার্থীরা। পুণ্যার্থীরা ইটবৃষ্টি করেন, পাল্টা হয় লাঠিচার্জ। সোমবার সকালে ফের খোলা হয় মন্দির। ভক্তরা পুজো দেন।

রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল আমহার্স্ট স্ট্রিটের কালী মন্দির চত্বর। রবিবার অমাবস্যার বিশেষ তিথি। আমহার্স্ট স্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়। মন্দিরের সামনের সরু রাস্তায় তখন ঠাসা ভিড়। অভিযোগ, তাঁদের অধিকাংশের তখনও পুজোই দেওয়া হয়নি। কিন্তু সন্ধ্যা ৬টা বাজতেই মন্দিরের দরজা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আর পুজো দেওয়া যাবে না বলেও জানিয়ে দেয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পুণ্যার্থীরা। পুণ্যার্থীরা ইটবৃষ্টি করেন, পাল্টা হয় লাঠিচার্জ। সোমবার সকালে ফের খোলা হয় মন্দির। ভক্তরা পুজো দেন।