Rocky Aur Rani Ki Prem Kahani:‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির এই দৃশ্য নিয়েই এখন চারিদিকে হইচই

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 30, 2023 | 12:17 AM

ধর্মেন্দ্রর বয়স ৮৭। ওদিকে শাবানা আজমির বয়স ৭২ বছর। দু’জন দু’জনকে চুমু খাচ্ছেন অনবরত। যে সে চুমু নয়, একেবারে লিপ কিস– ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির এই দৃশ্য নিয়েই এখন চারিদিকে হইচই।

শাবানাকে চুমু ধর্মেন্দ্রর

ধর্মেন্দ্রর বয়স ৮৭। ওদিকে শাবানা আজমির বয়স ৭২ বছর। দু’জন দু’জনকে চুমু খাচ্ছেন অনবরত। যে সে চুমু নয়, একেবারে লিপ কিস– ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির এই দৃশ্য নিয়েই এখন চারিদিকে হইচই। যদিও ধর্মেন্দ্র নিরুত্তাপ। তাঁর সাফ কথা, “বয়স যাই হোক না কেন, ভালবাসার বহিঃপ্রকাশ তো চুমুর মধ্যে দিয়েই হতে পারে।”

 

কত কোটি আয়?

শুক্রবার মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ছবিটি প্রথম দিনে কত আয় করল জানেন? বক্স অফিসের রিপোর্ট জানাচ্ছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এই ছবি প্রথম দিনে আয় করেছে ১১ কোটি টাকা।

 

সঞ্জয়ের মিথ্যে

জীবনে ৩০৮ জন মহিলার সঙ্গে ডেট করেছেন– এমনই দাবি করেছিলেন সঞ্জয় দত্ত। এবার তাঁকে নিয়ে মন্তব্য রাজকুমার হিরানির। জানালেন, মেয়েদের মন জয় করার জন্য এক কবরের সামনে নিয়ে যেতেন সঞ্জয়। দাবি করতেন, ওটি তাঁর মা নার্গিসের কবর। যদিও কার যে কবর, তা নিজেও জানতেন না সঞ্জয়। অন্যদিকে মেয়েটিও গলে জল। মা-হারা সঞ্জয়কে কাছে টেনে নিতে দ্বিধাবোধ করতেন না।

 

কেন মা হতে চান কিয়ারা?

এই সবে বিয়ে হয়েছে কিয়ারা আডবাণীর। গত ৭ ফেব্রুয়ারি সিদ্ধার্থ মালহোত্রার গলায় মালা দিয়েছেন তিনি। বলিউডে ট্রেন্ড মেনে এখনই তাঁর সন্তান না নেওয়ারই কথা। যদিও কিয়ারা চান মা হতে। কারণ একটাই মানতে হবে না ডায়েট। যা ইচ্ছে তাই খেতে পারবেন অনায়াসে।

 

রণবীরকে খোঁচা কঙ্গনার

সদ্য মুক্তি পেয়েছে করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’– রয়েছেন আলিয়া ভাট ও রণবীর সিং। আলিয়াকে আগেই বিঁধেছিলেন, এবার রণবীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার। বললেন, “একজন কার্টুনের মতো দেখতে মানুষ নিজেকে হিরো বলে দাবি করছে, এ কিছুতেই ভারতবাসীরা মেনে নিতে পারে না।”

 

করিনাকে তুলোধনা ইনফোসিস কর্তার

করিনা কাপুর বড়ই অহংকারী। এমনই মনে করেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। একই মত হৃত্বিকের প্রাক্তন স্ত্রী, ফ্যাশান ডিজাইনার সুজান খান। IIT-কানপুরের একটি অনুষ্ঠানে করিনার সঙ্গে তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।

সোনুর সতর্কতা

তাঁর নাম করে টাকা তোলা হচ্ছে। ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যকাউন্ট থেকে নাকি এসব কাণ্ডকারখানা চালাচ্ছেন এক বিদেশিনী মহিলা। এমনই ভয়ানক অভিযোগ আনলেন সোনু নিগম। যাতে এই প্রতারণার সামনে কেউ না পড়েন শেয়ার করলেন এক স্ক্রিনশট। সাবধান করলেন ভক্তদের।

শাকিবের বলি-ডেবিউ

শাকিব খান বলিউডে ডেবিউ করতে চলেছেন– এই খবরেই আপাতত তোলপাড় দুই বাংলা। তাঁর বিপরীতে কোন নায়িকা? এ নিয়ে বিগত বেশ কিছু দিন ধরেই চলছে নানা জল্পনা। তিন জন নায়িকার নাম সামনে এসেছিল। শোনা যাচ্ছিল, প্রাচী দেশাই, শেহনাজ গিল অথবা জারিন খানের সঙ্গে নাকি কথাবার্তা চলছে প্রযোজকদের। তবে সূত্র জানাচ্ছে এই দৌড়ে এগিয়ে সলমন খানের নায়িকা জারিন খানই।

 

কলকাতায় অপু বিশ্বাস

এই মুহূর্তে অপু বিশ্বাস ও শাকিব খানের সম্পর্ক নিয়ে তুঙ্গে জল্পনা। এরই মধ্যে কলকাতায় এলেন অপু। উপলক্ষ, পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। নন্দনে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে অপুর ছবি ‘লাল শাড়ি’। এই ছবিতে তিনি শুধু অভিনেত্রী নন, প্রযোজক হিসেবেও করেছেন আত্মপ্রকাশ।