Dhupguri Police News: চাঁদার জুলুম, মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপারের!

Dhupguri Police News: চাঁদার জুলুম, মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপারের!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Nov 15, 2023 | 3:31 PM

জাতীয় সড়ক আটকে চাদার জুলুম, অভিযানে গিয়ে দুস্কৃতি দের হামলায় মাথা ফাটলো অতিরিক্ত পুলিশ সুপারের, ব্যাপক উত্তেজনা আংরা ভাসা এলাকায়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। আহত অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন ওয়াংডেন ভুটিয়া কে নিয়ে আসা হলো ধূপগুড়ি হাসপাতাল।

জাতীয় সড়ক আটকে চাদার জুলুম, অভিযানে গিয়ে দুস্কৃতি দের হামলায় মাথা ফাটলো অতিরিক্ত পুলিশ সুপারের, ব্যাপক উত্তেজনা আংরা ভাসা এলাকায়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। আহত অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন ওয়াংডেন ভুটিয়া কে নিয়ে আসা হলো ধূপগুড়ি হাসপাতাল।

ধূপগুড়িতে আংরাভাষা এলাকায় রাস্তা আটকে চাঁদার জুলুম।গাড়ি আটকে টাকা তুলছিলো স্থানীয় ক্লাব। সেই সময় ওই রাস্তা দিয়ে আসছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংডেন ভুটিয়া। চাদার জুলুম আটকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত জলপাইগুড়ি অ্যাডিশনাল এসপি ওয়াংডেন ভুটিয়া। জানা যায় রাস্তা আটকে চাঁদা তুলছিল এই অভিযোগ পেয়ে নিজে সেই এলাকায় জান এলাকা পরিদর্শনে। এরপরই যারা চাঁদা তুলছিল তারা চড়াও হয় অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ এর উপর।