Diamond Harbour News: পুজো মিটতেই শুরু উচ্ছেদ অভিযান!
প্রশাসন ও পুরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের একেবারে সামনে ১১৭ নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষে সরকারি জমি দখল করে নিকাশী খালের উপর গজিয়ে উঠেছিল কয়েকশো ছোট বড় দোকান।
প্রশাসন ও পুরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের একেবারে সামনে ১১৭ নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষে সরকারি জমি দখল করে নিকাশী খালের উপর গজিয়ে উঠেছিল কয়েকশো ছোট বড় দোকান। ফলে নিকাশী ব্যবস্থা বেহাল হয়ে পড়ায় এক পসলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়তো গোটা হাসপাতাল চত্ত্বর।
এমনকি হাসপাতালে ঢোকার রাস্তাও সংকীর্ণ হয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সরব হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বেআইনি দখলদারদের বারংবার সতর্ক করেও কোন কাজ হয়নি। অবশেষে সেই সমস্ত বেআইনি নির্মাণ উচ্ছেদে নামলো ডায়মন্ড হারবার পুরসভা।
গতকাল রাতে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার ও জেসিবি মেশিন দিয়ে সেই সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। উচ্ছেদের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস।