Sara Ali Khan: সারাকে কালাজাদু করল কে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 30, 2023 | 8:09 PM

মিষ্টি অভিনেত্রী, স্টার কিড সারা আলি খান। মিষ্টি ব্যবহার আর বোল্ড অভিনয়ে তিনি সবার পছন্দের পাত্রী। সাংবাদিক, পাপারাৎজি কিংবা ভক্ত সবার সঙ্গেই প্রাণ খুলে কথা বলেন সারা। কোনও টেলিভিশন শোয়ে সারা আলি খান অতিথি মানেই প্রাণ খোলা আড্ডা।

মিষ্টি অভিনেত্রী, স্টার কিড সারা আলি খান। মিষ্টি ব্যবহার আর বোল্ড অভিনয়ে তিনি সবার পছন্দের পাত্রী। সাংবাদিক, পাপারাৎজি কিংবা ভক্ত সবার সঙ্গেই প্রাণ খুলে কথা বলেন সারা। কোনও টেলিভিশন শোয়ে সারা আলি খান অতিথি মানেই প্রাণ খোলা আড্ডা। কিন্তু এ কি হল সারার সঙ্গে? সম্প্রতি সারা আলির একটি ভিডিয়ো ভাইরাল। ভিডিয়োয় দেখা যাচ্ছে বিমানবন্দরে সারার সঙ্গে সেলফি নিতে ভিড় করছেন ভক্তরা। হাসি মুখে হাঁটছেন সারা।

আচমকা কালো জ্যাকেট পরা এক মহিলা চলে আসেন সারার কাছাকাছি। সারার হাতে হাত রেখে তিনি চলে যাচ্ছিলেন। যাবার সময়ে আচমকা সারার গলায় এবং ডান কাঁধে হাত বুলিয়ে দেন ওই মহিলা। মহিলার হাতের ছোঁয়ায় অস্বস্তিতে পড়েন সারা। ঝড়ের গতিতে ভাইরাল হয় ভিডিয়োটি। ভিডিয়ো দেখে বেশিরভাগ নেটিজেন বলেন। ওই মহিলা কোনও ‘কালাজাদু’ করতেই সারার কাছে আসেন। কেউ বলেন সারার প্রতিবাদ করা উচিত ছিল। মহিলার হাত লেগে সারার গোলাপি ওড়না প্রায় খুলেই যাচ্ছিল। তবে এতে বিন্দুমাত্রও বিচলিত হননি সারা।