Dilip Ghosh, BJP: মাঠে ফেরার বার্তা পেয়েই ওয়ার্ম আপে দিলীপ ঘোষ
Dilip Ghosh, BJP: মাঠে ফেরার বার্তা পেয়েই ওয়ার্ম আপে তিনি। কামব্যাকের পরই স্ট্রেট ব্যাটে খেললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 'যেখানে ছিলাম, সেখানেই আছি', বার্তা তাঁর। তাঁকে যে গুরুত্ব দেওয়া হচ্ছিল না, সেটাই যেন এবার বুঝিয়ে দিলেন তিনি। শাহি নির্দেশেই যে তিনি ফের সক্রিয় হলেন, সেটাও বুঝিয়ে দিলেন তিনি।
ফের ময়দানে স্বমহিমায় দিলীপ ঘোষ। মাঠে ফেরার বার্তা পেয়েই ওয়ার্ম আপে তিনি। কামব্যাকের পরই স্ট্রেট ব্যাটে খেললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ‘যেখানে ছিলাম, সেখানেই আছি’, বার্তা তাঁর। তাঁকে যে গুরুত্ব দেওয়া হচ্ছিল না, সেটাই যেন এবার বুঝিয়ে দিলেন তিনি। শাহি নির্দেশেই যে তিনি ফের সক্রিয় হলেন, সেটাও বুঝিয়ে দিলেন তিনি। নির্বাচনে দল যে দায়িত্বই দেবে, সেই কাজই তিনি করবেন বলে জানিয়ে দিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ।
Published on: Jan 02, 2026 07:25 PM