Dilp Ghosh News: ঢোল বাজালেন দিলীপ
ছট পুজোর দিনে সাধারণ মানুষের সাথে রেল শহর খড়্গপুরে আনন্দে মাতেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পুণ্যার্থীদের চা-বিস্কুট বিতরণ করলেন তিনি। খরিদাতে ঢোল বাজাতেও দেখা গেল দিলীপ ঘোষ কে।
ছট পুজোর দিনে সাধারণ মানুষের সাথে রেল শহর খড়্গপুরে আনন্দে মাতেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পুণ্যার্থীদের চা-বিস্কুট বিতরণ করলেন তিনি। খরিদাতে ঢোল বাজাতেও দেখা গেল দিলীপ ঘোষ কে। মুখ্যমন্ত্রীর ছুটি দেন , DA দেন না বেতন দেন না। কেন্দ্র সরকার কাজ করে ছুটি দেয় না। অন্যান্য দেশের থেকে আমাদের দেশের কর্ম দিবস কম।
ছুটি নিয়ে কেন্দ্র রাজ্য তরজার মাঝে এমনই দাবি বিজেপি সংসদ দিলীপ ঘোষের। গ্রাম বাংলার মানুষদের অধিকার ছিনিয়ে নিচ্ছে রাজ্য সরকার। রেষণ দুর্নীতি করে জেলে গিয়েছে রেশান মন্ত্রী। নওশাদ বিরোধী বিধায়ক। তাকে কেন ডিস্টার্ব করা হচ্ছে? প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। একই সাথে তার দাবি, তদন্তের জন্য সিবিআই ইডি ডাকলেই প্রতিহিংসার কথা বলা হচ্ছে। চুরিও করবেন আবার চোখও দেখাবেন। চোরদের রাজত্ব আর চলতে দেওয়া হবে না।