Rukmini Maitra Birthday Party: কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jun 28, 2024 | 11:53 PM

Rukmini Maitra: ৩৩-এ পা দিলেন রুক্মিনী মৈত্র। তাঁর জীবনের এই বিশেষ দিনটি প্রিয় মানুষ এবং বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করে কাটালেন অভিনেত্রী। সেখানে প্রিয় বন্ধু দেব, ছাড়াও হাজির ছিলেন পরিবারের সকলে। উপস্থিত ছিলেন দেবের মা ও রুক্মিণর মা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেই মুহূর্তে ভাগ করে নিয়েছেন দেব।

প্রেম করছেন সুহানা-অগস্ত্য?
লন্ডনেই হচ্ছে শাহরুখ কন্য়ার আগামী ছবির শ্যুটিং। আপাতত তাই সেদেশেই রয়েছেন সুহানা খান। অমিতাভের নাতি অগস্ত্য নন্দাও এই মুহূর্তে লন্ডনেই রয়েছেন। আর লন্ডনের এক ক্লাবে অগস্ত্য-সুহানার একান্তে সময় কাটানোর এক টুকরো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতেই শোরগোল তুঙ্গে। তবে কি সত্যি প্রেম? বাড়ছে জল্পনা।

প্রশংসিত দীপিকা
নাগ আশ্বিনের ‘কল্কি 2898 এডি’তে প্রশংসিত হয়েছে দীপিকা পাড়ুকোনের অভিনয়। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের আগুনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্যটি নিয়ে অনেকেই নানান মন্তব্য করেছেন। এই দৃশ্যের প্রশংসা করে নায়িকার অনেক অনুরাগী X- এ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই দৃশ্য দেখে আবার অনেকে তাঁকে ‘দ্রৌপদী’-এর সঙ্গে তুলনা করেছেন।

আমিরের সম্পত্তি
সম্পত্তি বাড়ালেন আমির খান। মুম্বইয়ের বান্দ্রায় একটি বাড়ি কিনেছেন তিনি। সেই একই কমপ্লেক্সে যেখানে তাঁর আরও অনেক বাড়ি আছে। কত দাম জানেন, ৯ কোটি ৭৫ লাখ টাকা।

কোন ওটিটিতে আসবে ‘কাল্কি ২৮৯৮ এডি’?
২৭ জুন মুক্তি পেয়েছে ‘কাল্কি ২৮৯৮ এডি’। ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান। দক্ষিণে পরিচালক নাগ অশ্বিন নির্দেশনা দিয়েছেন ছবির। নেটফ্লিক্সে স্ট্রিম করবে ছবির হিন্দি সংস্করণ। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি ১৭৫ কোটি টাকায় কিনেছে ছবির সত্ত্ব। দক্ষিণ ভারতীয় ভাষায় ছবি স্ট্রিম করবে অ্যামাজ়ন প্রাইমে। তাতে ২০০ কোটি টাকায় বিক্রি হয়েছে ছবির সত্ত্ব।

সঞ্জয়ের নতুন ছবির শুটিং কবে?
‘হিরামাণ্ডি’ মুক্তির পর আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশককে নিয়ে নতুন ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন পরিচালক সঞ্জয় লীলা ভানসালী। ছবির নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। চলছে ছবির প্রাক-প্রস্তুতির কাজ।

হিনার স্তন ক্যানসার
ক্যানসার থাবা বসিয়েছে অভিনেত্রী হিনা খানের শরীরে। স্তন ক্যানসার হয়েছে তাঁর। তৃতীয় স্টেজ। এই নিয়ে একটি লম্বা সোশাল মিডিয়া পোস্ট করেছেন হিনা। জানিয়েছেন, তিনি ভাল আছেন। চিন্তার কোনও কারণ নেই।

রুক্মিনীর বার্থডে পার্টি
৩৩-এ পা দিলেন রুক্মিনী মৈত্র। তাঁর জীবনের এই বিশেষ দিনটি প্রিয় মানুষ এবং বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করে কাটালেন অভিনেত্রী। সেখানে প্রিয় বন্ধু দেব, ছাড়াও হাজির ছিলেন পরিবারের সকলে। উপস্থিত ছিলেন দেবের মা ও রুক্মিণর মা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেই মুহূর্তে ভাগ করে নিয়েছেন দেব।

দোলনের নালিশ
বয়সের ভারে দীপঙ্করের চেহারা খানিক খারাপ হয়েছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ। দীপঙ্করের শরীর-স্বাস্থ্যের সম্পূর্ণভাবে দেখভাল করেন দোলনই। তবে তাঁর নালিশ, নিজের চেহারার এক্কেবারে কোনও যত্নই নেন না দীপঙ্কর। বলেন, “বাথরুমে ছড়ানো-ছেটানো থাকে আমার প্রসাধনীর নানা সরঞ্জাম। ময়েশ্চারাইজ়ার থেকে শুরু করে আরও কত কী। সেগুলো একটাও তুলে নিয়ে মাখতে চান না আমার স্বামী।”

মা হচ্ছেন মোহর?
বিয়ের ৮ মাসের মাথাতেই বাবা-মা হন দুর্নিবার সাহা ও মোহর। ছেলের বয়স ৪ মাসের কিছু বেশি, এরই মধ্যে ফের মা হতে চলেছেন মোহর? বেবি বাম্পের একটি ছবি পোস্ট করায় নেটপাড়ায় নয়া জল্পনায় ছড়িয়েছে। যদিও একথা এক্কেবারেই সত্যি নয়। মোহর সেন যে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন, সেটা গতবছর ক্রিসমাসের সময় তোলা।

Published on: Jun 28, 2024 11:51 PM