AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Direct Tax: মিনিটে ৩ কোটিরও বেশি কর এসেছে এবছর

Direct Tax: মিনিটে ৩ কোটিরও বেশি কর এসেছে এবছর

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 30, 2023 | 6:51 PM

Share

চলতি অর্থবর্ষের ৮০ দিন পেরিয়েছে। এর মধ্যে ভারত সরকারের অর্থ দফতরের আয় কত জানেন? প্রতি মিনিটে কত টাকা কোষাগারে ঢুকেছে জানলে চমকাবেন। ২০২৩ এর নতুন অর্থবর্ষে প্রতি মিনিটে ৩.৩৮ কোটি টাকা ডাইরেক্ট ট্যাক্স এসেছে সরকারের ঘরে।

চলতি অর্থবর্ষের ৮০ দিন পেরিয়েছে। এর মধ্যে ভারত সরকারের অর্থ দফতরের আয় কত জানেন? প্রতি মিনিটে কত টাকা কোষাগারে ঢুকেছে জানলে চমকাবেন। ২০২৩ এর নতুন অর্থবর্ষে প্রতি মিনিটে ৩.৩৮ কোটি টাকা ডাইরেক্ট ট্যাক্স এসেছে সরকারের ঘরে। ২০২২ এর তুলনায় সরকারি কোষাগারে এর ফলে ১১% বেশি টাকা ঢুকেছে। ১৭ জুন পর্যন্ত কর বাবদ আয় ৩.৮ লক্ষ কোটি টাকা, জানিয়েছে অর্থ মন্ত্রক। মাত্র ৭৮ দিনে এই বিপুল পরিমান কর জমা পড়েছে। অগ্রিম কর জমা হয়েছে ১,১৬,৭৭৬ লক্ষ কোটি টাকার। গত বছরের তুলনায় এই কর ১৩.৭০% বেশি। আয়কর ও নিরাপত্তা লেনদেন কর জমা পড়েছে ২,২২,১৯৬ কোটি টাকা। কর্পোরেট ট্যাক্স জমা হয়েছে ১,৫৬,৯৪৯ কোটি টাকা। ১৭ জুন পর্যন্ত মোট সংগ্রহ হয়েছে ৩,৭৯,৭৬০ কোটি টাকা। অর্থ মন্ত্রক দিয়েছে এই তথ্য।