Queen 2: কুইন ২ এর নায়িকা কে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 11, 2023 | 5:44 PM

Kangana Ranaut: 'কুইন' ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করেন কঙ্গনা রানাওয়াত। পরিচালক বিকাশ বহলের ছবি কুইনের সিকুয়েল কুইন টু আসতে চলেছে। কে হবে কুইন টু'র নায়িকা।

‘কুইন’ ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করেন কঙ্গনা রানাওয়াত। পরিচালক বিকাশ বহলের ছবি কুইনের সিকুয়েল কুইন টু আসতে চলেছে। এক সহজ সরল মেয়ের গল্প কুইন কঙ্গনাকে বলিউডে পায়ের তলার মাটি দেয়। সহজ সরল হবার জন্য কুইনের সেই মেয়ের বিয়ে ভেস্তে যায়। বিয়ের পর হানিমুনের জন্য টাকা জমিয়েছিল সেই মেয়েটি।

তার পরিকল্পনা ছিল বিয়ের পরে বেড়াতে যাবে লন্ডনে। বিয়ে ভেঙে যাওয়ায় একাই সে লন্ডন বেড়াতে যায়। ফিরে আসে চৌকস, স্মার্ট এক মেয়ে হয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিকাশ বহল জানিয়েছেন, তিনি রোজ ঘুম থেকে উঠে কুইন টু ছবি নির্মাণের কথা ভাবেন। কে হবে কুইন টু’র নায়িকা। পরিচালক জানান, সেই ছবি তৈরি হলে তাতে নায়িকা হবে কঙ্গনাই বলেন বিকাশ। সম্প্রতি মুক্তি পেয়েছে টাইগার শ্রফ অভিনীত বিকাশ বহলের ছবি গণপথ।