Rain Water Drinking Benefit: হাজার রোগের ওষুধ বৃষ্টির জলে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 05, 2023 | 10:08 PM

বৃষ্টির জলে আছে দুরন্ত উপকারিতা। জেনে নিন সেই সব গুণ। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে। গ্যাস অম্বলের জ্বালা কমাতে পারে বৃষ্টির জল। শরীরের ক্লান্তি ঝেড়ে ফেলে ফুরফুরে হতে পান করুন বৃষ্টির জল। বৃষ্টির জলের ক্ষার হজমশক্তি বাড়ায় এবং অ্যাসিডিটি কমায়। ক্যানসার কোষের বৃদ্ধি কমায় বৃষ্টির জলের ক্ষার। ক্যানসার রোগীদের জন্য অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে আকাশের জল

ছোটবেলায় বৃষ্টি এলে দৌড়ে বেরিয়ে ভেজা মনে আছে। আকাশের দিকে মুখ হাঁ করে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা জল কে না খেয়েছে? কিন্তু জানলে অবাক হবেন মেঘ থেকে ঝরে পড়া সেই বৃষ্টি দানায়, সেই জলের কত গুণ! বৃষ্টির জলে আছে দুরন্ত উপকারিতা। জেনে নিন সেই সব গুণ। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে। গ্যাস অম্বলের জ্বালা কমাতে পারে বৃষ্টির জল। শরীরের ক্লান্তি ঝেড়ে ফেলে ফুরফুরে হতে পান করুন বৃষ্টির জল। বৃষ্টির জলের ক্ষার হজমশক্তি বাড়ায় এবং অ্যাসিডিটি কমায়। ক্যানসার কোষের বৃদ্ধি কমায় বৃষ্টির জলের ক্ষার। ক্যানসার রোগীদের জন্য অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে আকাশের জল। ধরে রাখা বৃষ্টির জল নিয়ম করে ২-৩ চামচ প্রতিদিন খেলে পাকস্থলীর অসুখ ভাল হয়। ত্বক ও চুলের জন্য ভাল বৃষ্টির জল। বৃষ্টির জলে ভিজলে ঘামাচি দূর হয়। যেখানে বাতাসের দূষণ মাত্রা বেশি সেখানকার বৃষ্টির জলে ভেজা বা স্নান করা অনুচিত। কীভাবে বৃষ্টির জল ধরে পেয় করবেন? ২-৩ দিন টানা বৃষ্টির পর জল ধরুন। বৃষ্টি শুরুর ১ ঘণ্টা পর জল সংগ্রহ করুন। তামার পাত্রে এক রাত পাতলা কাপড় ঢেকে রাখুন। পরের দিন সেই জল ফুটিয়ে পান করুন।