Ghatal Bridge News: ঠিকাদারি সংস্থাকে হুঁশিয়ারি জেলা শাসকের

Ghatal Bridge News: ঠিকাদারি সংস্থাকে হুঁশিয়ারি জেলা শাসকের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 28, 2023 | 5:19 PM

কোনরকম অজুহাত চলবে না সামনের বছরেই জনসাধারণের জন্য খুলে দিতে হবে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা ঝুমি নদীর কংক্রিটের ব্রিজ। সোমবার সন্ধ্যা নাগাদ মনশুকা ব্রিজ নির্মাণের কাজ পরিদর্শনে এসে এমনই কড়া ভাষায় নির্দেশ দিলেন নির্মাণকারী সংস্থাকে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশীদ আলি কাদরী।

কোনরকম অজুহাত চলবে না সামনের বছরেই জনসাধারণের জন্য খুলে দিতে হবে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা ঝুমি নদীর কংক্রিটের ব্রিজ। সোমবার সন্ধ্যা নাগাদ মনশুকা ব্রিজ নির্মাণের কাজ পরিদর্শনে এসে এমনই কড়া ভাষায় নির্দেশ দিলেন নির্মাণকারী সংস্থাকে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশীদ আলি কাদরী। তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান আগামী বছর এপ্রিল মাসের মধ্যেই ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ করতে হবে।

সাধারণ মানুষজনের চলাচলের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদার সংস্থার কর্মীদের।যদি এই কাজ করতে তারা ব্যর্থ হন তাহলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে সংস্থার বিরুদ্ধে। প্রসঙ্গত, ২০২১ সালে ২২ ফেব্রুয়ারি তৎকালীন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই ব্রিজের শিলান্যাস করলেও কয়েক বছর কেটে যাওয়া সত্ত্বেও মাত্র তিনটি পিলার নির্মাণ ছাড়া কাজের অগ্রগতি কিছুই হয়নি। আর এই কারণেই কাজের গতি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ছিল এলাকাবাসীর। এদিন পরিদর্শনে এসে জেলাশাসক স্বীকার করে নেন কাজের অগ্রগতি তেমন হয়নি এলাকাবাসীর ক্ষোভ একেবারেই সঙ্গত।

এদিন নির্মাণকারী সংস্থা তাদের কাজের কিছু সমস্যার কথা তুলে ধরলেও জেলাশাসক হুঁশিয়ারির এরকম অজুহাত মেনে নেওয়া যাবে না, সাধারণ মানুষের সার্থে দ্রুত এই কাজ সমাপ্ত করতেই হবে। জেলা প্রশাসক ছাড়া ঐদিন উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটালের বিডিও অভিক বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। এদিন সোমবার বিকেল নাগাদ দাসপুরের গোল্ড হাব ও ঝুমি নদী কংক্রিটের ব্রিজের কাজ খতিয়ে দেখতে আসেন জেলা শাসক। কিন্তু বেশ কিছুদিন ধরে ঝুমি নদীর ব্রীজের অভিযোগ তুলেছিল গ্রামের মানুষজনেরা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলাশাসকের এই হুশিয়ারি। এখন দেখার জেলা শাসকের কড়া নির্দেশের পর কতদিনের মধ্যে সম্পন্ন হবে মনসুকার দীর্ঘ প্রতীক্ষিত এই ব্রিজ, সেই দিকে তাকিয়ে এলাকার মানুষজন।