Chhat and Diwali Special Train: ছট ও দীপাবলির বিশেষ ট্রেন

Chhat and Diwali Special Train: ছট ও দীপাবলির বিশেষ ট্রেন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 29, 2023 | 6:02 PM

ফলে এই ২ রাজ্যের ট্রেনের টিকিটের অতিরিক্ত চাহিদা থাকে। অনেকের টিকিট কনফার্ম হয় না। তাই এবার বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। বাতিণ্ডা, চণ্ডীগঢ় ও ফিরোজপুর থেকে বিশেষ ট্রেন চালাবে রেল। থাকবে স্লিপার ক্লাস ও জেনারেল ক্লাসের ৬টি কোচ। থাকবে ১টি এসি ফার্স্ট ক্লাস, ২টি সেকেন্ড এসি ও থার্ড এসি।

ফলে এই ২ রাজ্যের ট্রেনের টিকিটের অতিরিক্ত চাহিদা থাকে। অনেকের টিকিট কনফার্ম হয় না। তাই এবার বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। বাতিণ্ডা, চণ্ডীগঢ় ও ফিরোজপুর থেকে বিশেষ ট্রেন চালাবে রেল। থাকবে স্লিপার ক্লাস ও জেনারেল ক্লাসের ৬টি কোচ। থাকবে ১টি এসি ফার্স্ট ক্লাস, ২টি সেকেন্ড এসি ও থার্ড এসি। যারা এখনও ট্রেনের টিকিট পাননি তাঁরা এসব ট্রেনে টিকিট কাটতে পারবেন।

২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ০৪৫১৮ চণ্ডীগড় গোরখপুর স্পেশাল ট্রেন চলবে। ৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অবধি চলবে ০৪৫১৭ গোরখপুর চণ্ডীগড় ফেস্টিভাল স্পেশাল ট্রেন। ৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে ০৪৫৩০ বাতিন্ডা বারাণসী স্পেশাল ট্রেন। ৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর অবধি চলবে ০৪৫২৯ বারাণসী বাতিন্ডা বিশেষ ট্রেন। ২৫ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে ০৪৬৭৮ ফিরোজপুর লখনউ বিশেষ ট্রেন।