Diwali Holiday At USA: মার্কিন মুলুকে দিওয়ালিতে এবার জাতীয় ছুটি!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 01, 2023 | 4:30 PM

সারা বিশ্বে প্রচুর মানুষ পালন করেন দিওয়ালি। এই আলোর উৎসবে গোটা আমেরিকার অনেক মানুষ আনন্দ করেন। নিউ ইয়র্কের অনেক মানুষ এই আলোর উৎসব পালন করেন। এই বিল পাস করলে ছুটি পাবেন আমেরিকারবাসী। এই বিল সব জায়গাতেই সমর্থন পেয়েছে। নিউ ইয়র্ক প্রশাসন এই বিলটি সমর্থন করেছেন

Follow Us

মার্কিন মুলুকে প্রভাব পড়ছে দিওয়ালির।মার্কিন কংগ্রেস একটি বিল পেশ করল। সেই বিলে আছে জাতীয় ছুটির ব্যাপারে। সারা বিশ্বে প্রচুর মানুষ পালন করেন দিওয়ালি। এই আলোর উৎসবে গোটা আমেরিকার অনেক মানুষ আনন্দ করেন। নিউ ইয়র্কের অনেক মানুষ এই আলোর উৎসব পালন করেন। এই বিল পাস করলে ছুটি পাবেন আমেরিকারবাসী। এই বিল সব জায়গাতেই সমর্থন পেয়েছে। নিউ ইয়র্ক প্রশাসন এই বিলটি সমর্থন করেছেন। আমেরিকাতে এই আলোর উৎসব খুব জনপ্রিয়। দিওয়ালিতে হোয়াইট হাউসও অংশ নেয় এই উৎসবে।পেনসিলভ্যানিয়া দিওয়ালিকে ছুটি হিসেবে গণ্য করেছেন। মার্কিন প্রদেশের সেনেটর নিখিল সাভালও এই ব্যাপারে সমর্থন করেছেন। এই সিদ্ধান্ত যাতে কার্যকর করা হয়, সেই বিষয়ে অনেক সমর্থন পেয়েছেন। মার্কিন প্রদেশের সেনেটর নিখিল এই বিল গত ফেব্রুয়ারিতে প্রদান করেছিল। সেনেটর গ্রেগ রথম্যানও এই বিল পেশ করেন গত ফেব্রুয়ারিতে।

মার্কিন মুলুকে প্রভাব পড়ছে দিওয়ালির।মার্কিন কংগ্রেস একটি বিল পেশ করল। সেই বিলে আছে জাতীয় ছুটির ব্যাপারে। সারা বিশ্বে প্রচুর মানুষ পালন করেন দিওয়ালি। এই আলোর উৎসবে গোটা আমেরিকার অনেক মানুষ আনন্দ করেন। নিউ ইয়র্কের অনেক মানুষ এই আলোর উৎসব পালন করেন। এই বিল পাস করলে ছুটি পাবেন আমেরিকারবাসী। এই বিল সব জায়গাতেই সমর্থন পেয়েছে। নিউ ইয়র্ক প্রশাসন এই বিলটি সমর্থন করেছেন। আমেরিকাতে এই আলোর উৎসব খুব জনপ্রিয়। দিওয়ালিতে হোয়াইট হাউসও অংশ নেয় এই উৎসবে।পেনসিলভ্যানিয়া দিওয়ালিকে ছুটি হিসেবে গণ্য করেছেন। মার্কিন প্রদেশের সেনেটর নিখিল সাভালও এই ব্যাপারে সমর্থন করেছেন। এই সিদ্ধান্ত যাতে কার্যকর করা হয়, সেই বিষয়ে অনেক সমর্থন পেয়েছেন। মার্কিন প্রদেশের সেনেটর নিখিল এই বিল গত ফেব্রুয়ারিতে প্রদান করেছিল। সেনেটর গ্রেগ রথম্যানও এই বিল পেশ করেন গত ফেব্রুয়ারিতে।

Next Video