Alien And UFO: এলিয়ানের অস্তিত্ব কি আছে?
ALIEN AND UFO: এই ২টি দলই UFOয়ের ক্ষেত্রে একজোট হয়েছে । UFOয়ের পুরো নামটি হল Unidentified Flying Object। আমেরিকার সরকারি নথি অনুযায়ী, UFOবলে কিছু নেই।
বিশ্বে সত্যিই কি এলিয়ানের অস্তিত্ব আছে? এই বিষয়ে মার্কিনি রাজনীতিবিদরা সব তথ্য প্রকাশ্যে আনতে চাইছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানত ২টি রাজনৈতিক দল আছে। ডেমোক্রেটিক পার্টি হল প্রেসিডেন্ট জো বাইডেনের দল। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলটি হল রিপাবলিকান।
এই ২টি দলই UFOয়ের ক্ষেত্রে একজোট হয়েছে । UFOয়ের পুরো নামটি হল Unidentified Flying Object। আমেরিকার সরকারি নথি অনুযায়ী, UFOবলে কিছু নেই। তবে আমেরিকার সরকারি নথিতে UAP বলে একটি শব্দ আছে। UAPয়ের পুরো নামটি হল Unidentified Anomalous Phenomena। UAP কথাটির মানে হল অজানা অস্বাভাবিক ঘটনা। ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও রিপাবলিকানের নেতা মাইক রাউন্ডস অবশ্য এক দাবিতে অনড়। রাউন্ডস ও শুমার বলেছেন মানুষের সামনে সত্যি ঘটনা আসা দরকার। তাঁরা আরও জানান,মানুষ এই বিষয়ে না জানতে পারলে, তার ফল আরও খারাপ হতে পারে। ২০২১ সালে একটি নথি প্রকাশ করা হয় মার্কিন নৌসেনার ব্যাপারে। সেখানে মার্কিন নৌসেনারা কোথায় UFO দেখতে পেয়েছেন, সেই বিষয়ে নানা তথ্য আছে । এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নাসা একটি প্যানেল তৈরি করেছে।