Smartphone Using Tips: আপনি কি স্মার্টফোন পকেটে রাখেন? তাহলে কিন্তু বিপদ
পকেটে ফোন রাখা কতটা বিপজ্জনক।পকেটে ফোন রাখলে কী সমস্যা?ফোনের সঙ্গে কোনও ওয়্যারলেস নেটওয়ার্ক কানেক্ট করলে,আপনার শরীরের রেডিয়েশন ২ থেকে ৭ গুণ হয়ে যায়।এই রেডিয়েশনই আপনার জীবনে ক্যান্সারের মতো মারণ রোগ ডেকে আনতে পারে
আপনি কি স্মার্টফোন প্যান্টের পকেটে রেখে ঘোরাফেরা করেন?কোন পকেটে রাখেন?যে পকেটে ফোন রাখেন,সেখান থেকে আপনার শরীরের বড়সড় কোনও ক্ষতি হয়ে যাচ্ছে না তো?স্মার্টফোন কোন পকেটে রাখা উচিত,সেই বিষয়টাও জরুরি।বিশেষ করে পুরুষরা তাঁদের ফোন পকেটেই রাখেন।পকেটে ফোন রাখা কতটা বিপজ্জনক।পকেটে ফোন রাখলে কী সমস্যা?ফোনের সঙ্গে কোনও ওয়্যারলেস নেটওয়ার্ক কানেক্ট করলে,আপনার শরীরের রেডিয়েশন ২ থেকে ৭ গুণ হয়ে যায়।এই রেডিয়েশনই আপনার জীবনে ক্যান্সারের মতো মারণ রোগ ডেকে আনতে পারে।এই রেডিয়েশন বা বিকিরণ আপনার DNA-র গঠনগত পরিবর্তন করতে পারে।এর কারণে পুরুষত্বহীনতার আশঙ্কা থাকে এবং হার্টের রোগও দেখা দিতে পারে।প্যান্টের পকেটে ফোন রাখলে নিতম্বের হাড় দুর্বল করে দিতে পারে।তাহলে কোথায় রাখবেন স্মার্টফোন?স্মার্টফোন পকেটে রাখা যেতে পারে।কিন্তু প্যান্টের ডান বা বাম পকেটে রাখলে,পুরুষত্বহীনতার সমস্যায় ভুগতে পারেন আপনি।বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ফোনটিকে প্যান্টের পিছনের পকেটে রাখতে।সবথেকে ভাল আপনি যদি স্মার্টফোন ব্যাগে রাখেন।ফোন পকেটে রাখার সময় তার পিছন অংশটা যেন উপরের দিকে থাকে।তার ফলে আপনার শরীর ন্যূনতম রেডিয়েশনের সংস্পর্শে আসে।